টেরেসার মূর্তি সরাতে কালেক্টরকে নির্দেশ দিল তেলেঙ্গানা হাইকোর্ট

অনলাইন ডেস্ক, ২৬ মার্চ।। হায়দরাবাদে মাদার টেরেসার মূর্তি সরাতে কালেক্টরকে নির্দেশ দিল তেলেঙ্গানা হাইকোর্ট। শুক্রবার তেলেঙ্গানা হাইকোর্ট খাম্মাম জেলা কালেক্টরকে শহরের মুথ্যালাম্মা সার্কেল থেকে ১০ দিনের মধ্যে মাদার টেরেসার একটি মূর্তি অপসারণের নির্দেশ দিয়েছে। আবেদনকারীর শুনানির পর প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি অভিনন্দ কুমার শাভিলির সমন্বয়ে গঠিত বেঞ্চ কালেক্টরকে নির্ধারিত সময়ের মধ্যে মূর্তিটি অপসারণের নির্দেশ দেন।
উল্লেখ্য, এই মূর্তি সরানোর আবেদন জানিয়ে হিন্দু পরিষদের জেলা সাধারণ সম্পাদক আলিকা আনজাইয়াহ হাইকোর্টে একটি মামলা দায়ের করেন।

আবেদনকারী আলিকা আনজাইয়াহ (খাম্মাম জেলার বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক) বলেন, প্রাথমিকভাবে কিছু ব্যক্তি সরকারের কাছ থেকে অনুমোদন না নিয়েই ক্রশ বসানোর চেষ্টা করছিলেন। এমনকী ক্রশ প্রতীকটি নির্মাণকারী ব্যক্তিরা মন্ত্রী পুভভাদা অজয় ​​কুমারকে দিয়ে উদ্বোধন করারও প্রস্তুতি নিয়েছিলেন।

আবেদনকারী বলেন, হাই কোর্টের নির্দেশের পরে সাধারণের জন্য ব্যবহৃত স্থানে ক্রশ নির্মাণ বন্ধ রেখে মাদার টেরেসার মূর্তি স্থাপণ করা হয়। এই আবেদনের আগেও কালেক্টর এবং খাম্মাম মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন কমিশনারকে ঘটনাস্থলে যীশুর ক্রশ স্থাপনের কাজে বিরত থাকার আলিকা আনজাইয়াহ একটি আবেদন জানিয়েছিলেন। এর পরেও কাজ না হওয়ায়, আদালতের পূর্ববর্তী আদেশের ইচ্ছাকৃতভাবে অবমাননার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শাস্তি দেওয়ার আবেদন জানিয়ে ভিএইচপি জেলা সাধারণ সম্পাদক আলিকা আনজাইয়াহ মামলা দায়ের করেন। সেই অবমাননার মামলার রায় দিল আদালত। রায়ের সময়ে খাম্মাম কালেক্টর ভিপি গৌথাম বেঞ্চের সামনে হাজির হন। আলিকা আনজাইয়াহ অবমাননার আবেদনে বলেন সুপ্রিম কোর্টের নির্দেশের বিপরীতে গিয়ে ক্রশটি সরানোর সময়, তার জায়গায় মাদার টেরেসার একটি মূর্তি স্থাপন করা হয়। সাধারণের ব্যবহৃত স্থানে মূর্তি বসিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে লঙ্ঘন করা হয়েছে। এর পরেই হাইকোর্টের নির্দেশনা না মানার জন্য তিনি জেলা কালেক্টরের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনও করেন। সেই মামলারই রায় দিল তেলেঙ্গানা হাইকোর্ট।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *