অনলাইন ডেস্ক, ২৬ মার্চ।। জাতীয় দলে ফিরেই গোল পেয়েছেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই গোলের পাশাপাশি পিএসজি সতীর্থের গোলেও অ্যাসিস্ট করেন আনহেল দি মারিয়া।
পার্ক দে প্রিন্সেসের দুই তারকার নৈপুণ্যে ঘরের মাঠ লা বোম্বোনেরাতে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনাও ৩-০ গোল উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলাকে। এই ম্যাচের পর ঘরের মাটিতে মেসি আর দি মারিয়াকে খেলতে আর দেখা যাবে তো? এমনই গুঞ্জন এখন ফুটবল বিশ্বে।
লা আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনিও ইঙ্গিত দিয়েছেন, আর্জেন্টিনায় মেসি শেষ ম্যাচ খেলে ফেলেছেন।
ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে কনমেবল অঞ্চল থেকে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই বিশ্বকাপই হতে পারে ৩৪ বছর বয়সী মেসি-দি মারিয়ার শেষ বিশ্বকাপ। আর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে হয়তো ঘরের মাটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন মেসি-দি মারিয়া!
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগেরদিনই তেমন ইঙ্গিত দেন কোচ স্কালোনি। মেসির ব্যাপারে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আগামীকাল তার (মেসি) সুযোগ আছে দেশ ও জনগণের হয়ে খেলার। নিশ্চিতভাবে এটাই হতে পারে এখানে তার শেষ ম্যাচ। ’
অন্যদিকে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে দি মারিয়াও ইঙ্গিত দিলেন, দেশের মাটিতে এটাই তার শেষ ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলবে ইকুয়েডরের মাঠে।