ইউপি সরকারে একমাত্র মুসলিম মুখ দানিশ আজাদ আনসারি

অনলাইন ডেস্ক, ২৬ মার্চ।। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। যোগীর নেতৃত্বাধীন নয়া ইউপি সরকারে একমাত্র মুসলিম মুখ দানিশ আজাদ আনসারি।প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি ।

বত্রিশ বছর বয়সী দানিশ লখনউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন এবিভিপি-তে যোগ দিয়েছিলেন, যেখান থেকে তিনি স্নাতক হন।লখনউ বিশ্ববিদ্যালয় থেকে বি.কম এবং তারপর কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং স্নাতকোত্তর অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশুনা করেছেন। ২০১৮ সালের অক্টোবরে যোগী সরকারের রাজ্য মন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন তিনি। উর্দু ভাষা কমিটিতে মনোনীত করা হয়েছিল তাঁকে।বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক নিযুক্ত হন দানিশ।বালিয়ার হলি ক্রস স্কুল থেকে তার স্কুলিং হয়েছে।

৩২ বছর বয়সী দানিশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।যোগীর নতুন মন্ত্রিসভায় মুসলিম সম্প্রদায়ের একমাত্র মন্ত্রী হবেন আজাদ আনসারি। মন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে তাকে এখন বিধানসভা বা বিধানসভা পরিষদের সদস্যপদ নিতে হবে।দানিশ আনসারি মহসিন রাজার(Mohsin Raza) স্থলাভিষিক্ত হন। যোগী আদিত্যনাথ সরকারের সংখ্যালঘু কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মহসিন।আনসারি দলের শীর্ষ নেতৃত্বের প্রতি অনুগত ছিলেন এবং প্রায়শই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি এর আগে বলেছিলেন যে ইউপিতে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার সংখ্যালঘু এবং যুবকদের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার মান বাড়ানো এবং সংখ্যালঘুদের জন্য কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা ছিল রাজ্য সরকারের অগ্রাধিকার।যোগী আদিত্যনাথ ছাড়াও এদিন শপথ নেন ৫২ জন মন্ত্রী।নির্বাচনে হেরে যাওয়া কেশব প্রসাদ মৌর্যকে ফের উপ-মুখ্যমন্ত্রী পদে বহাল রাখা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *