বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক, ২৬ মার্চ।। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। ঘরের মাটিতে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লা আলবিসেলেস্তেরা।

দলে ফিরেই জালের দেখা পেলেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। গোল পেয়েছেন তার পিএসজি সতীর্থ আনহেল দি মারিয়াও।

তবে দলের প্রথম গোলটি করেন নিকোলাস গঞ্জালেস। ৩৫তম মিনিটে রদ্রিগো ডি পলের অ্যাসিস্টে জাল খুঁজে নেন ফিওরেন্তিনা ফরোয়ার্ড।

ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ চালিযে যাওয়া আর্জেন্টিনা বিরতিতে যায় এক গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধেও ম্যাচের আধিপত্য ছিল লিওনেল স্কালোনির শিষ্যদের হাতে।

তবে রক্ষণভাগে জমাট বেধে মাঝেমধ্যে আক্রমণ চালিয়ে গোল শোধের চেষ্টা চালায় ভেনেজুয়েলা। অবশ্য তাদের সেই আশা সফল হয়নি। শেষ ‍মুহূর্তে আরও দুই গোলের দেখা পায় আর্জেন্টিনা।

৭৯তম মিনিটে এগিয়ে আসা ভেনেজুয়েলার গোলরক্ষককে বোকা বানিয়ে পেনাল্টি ডি বক্সের সামান্য বাইরে থেকে শটে খালি পোস্টে বল পাঠান ৭০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা দি মারিয়া। এবারের গোলটিতেও অ্যাসিস্ট করেন ডি পল।

দি মারিয়া মাঠে নামার পর আক্রমণভাগে শক্তি বাড়ে আর্জেন্টিনার। গোল করেই বসে থাকননি তিনি। নিজে জাল খুঁজে নেওয়ার তিন মিনিট পর মেসিকে দিয়ে দলের তৃতীয় গোলটিও করান ৩৪ বছর বয়সী উইঙ্গার। দি মারিয়ার তুলে দেওয়া বল বুক দিয়ে নামিয়ে প্রথম টাচেই জালে পাঠান পিএসজি তারকা।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপ আগেই নিশ্চিত হয়ে গেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি ছিল তাদের জন্য নিয়মরক্ষার।

দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের তালিকায় ১৬ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে স্কালোনির দল। তাদের সঙ্গে শীর্ষে থাকা ব্রাজিলের পার্থক্য ৪ পয়েন্ট।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *