অনলাইন ডেস্ক, ২৫ মার্চ।। বগটুই কাণ্ড প্রসঙ্গে আজ সংসদে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন রূপা গঙ্গোপাধ্যায়। শুক্রবার রূপা বলেন, পশ্চিমবঙ্গ ভারতের অংশ। এই পশ্চিমবঙ্গে জন্মানো তো অপরাধ হতে পারে না। দক্ষিণেশ্বর মা কালীর ভূমি, এখানে জন্মগ্রহণ করা কোনও অপরাধ নয়। সেখানে মহিলা ও শিশুকে পুড়িয়ে মারা হল।এদিন তিনি বাংলায় রাজ্য সরকারের দুর্নীতির অভিযোগ তুলে রাষ্ট্রপতি শাসনের দাবি করেন। রূপা বলেন, এই রাজ্য আর বসবাসের যোগ্য নেই। পশ্চিমবঙ্গে মানুষ কথা বলতে, মত প্রকাশ করতে পারেন না। সরকার খুনিদের সুরক্ষা দিচ্ছে। এমন কোনও রাজ্য নেই যেখানে নির্বাচনে জয়ের পর সাধারণ মানুষকে খুন করা হয়। আমরা কি চুপ করে বসে থাকব? আমাদের হৃদয় কি পাথরের?
শুক্রবার অধিবেশন শুরুর আগেই জিরো আওয়ারে বগটুই কাণ্ড নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন বিজেপি সাংসদ। রাজ্যসভায় জিরো আওয়ার শুরু হতেই বক্তব্য রাখতে ওঠেন রূপা গঙ্গোপাধ্যায়। রামপুরহাটের বগটুইয়ের নির্মম হত্যাকান্ডের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়ে রূপা। কীভাবে গ্রামের মহিলা ও শিশুরা পাশবিক অত্যাচারের শিকার হয়েছে এবং গ্রামবাসীরা আতঙ্কে ঘর ছেড়েছে তা তুলে ধরেন তিনি।
সোমবার রাত সাড়ে আটটা নাগাদ খুন হন বগটুইয়ের পঞ্চায়েত উপ প্রধান ভাদু শেখ। তার পরেই এলাকাজুড়ে শুরু হয় তাণ্ডব। এই ঘটনার বলি হয় আট জন। যাদের প্রথমে কুপিয়ে খুন করে জ্বালিয়ে দেওয়া হয়। আট জনের মৃত্যু হয়। এই ঘটনায় উত্তপ্ত হয় রাজ্য-রাজনীতি। এই ঘটনার পরে সিট গঠন করে রাজ্য। এর পরেই হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। আজ শুনানিতে হাইকোর্ট তার রায়ে জানিয়ে দিল সিট আর তদন্ত করতে পারবে না। তদন্ত করবে সিবিআই।