বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জাপান

অনলাইন ডেস্ক, ২৫ মার্চ।। অস্ট্রেলিয়ার বিপক্ষে নাটকীয় জয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জাপান।

এশিয়া অঞ্চলের বাছাই পর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে জাপান। সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে জাপান দুটি গোলই পেয়েছে শেষ সময়ে এবং দুটি গোলই করেছেন বদলি খেলোয়াড় কাওরু মিতোমা।

জাপানের জয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত হয়েছে সৌদি আরবেরও। ৯ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে জাপান। এক ম্যাচ কম খেলা সৌদি আরব ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে।

অস্ট্রেলিয়া ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। টানা পঞ্চম বিশ্বকাপ নিশ্চিত করতে হলে অস্ট্রেলিয়াকে এখন প্লে-অফের বাধা পেরোতে হবে।

অস্ট্রেলিয়ার পরের ম্যাচ ৩০ মার্চ, সৌদি আরবের বিপক্ষে। ম্যাচটি জিতলেও তৃতীয় স্থানেই থাকতে হবে অস্ট্রেলিয়াকে। আগামী ৭ জুন প্লে-অফ ম্যাচ খেলতে হবে তাদের ‘এ’ গ্রুপের তৃতীয় হওয়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

এই ম্যাচে জয়ী দল আরেকটি প্লে-অফ খেলবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম স্থান অর্জনকারীদের বিপক্ষে।

এশিয়া অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপ থেকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া ও ইরান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *