অনলাইন ডেস্ক, ২৫ মার্চ।। ২০২২ বিশ্বকাপও খেলা হচ্ছে না ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালির। আজ্জুরিদের কাতার বিশ্বকাপের স্বপ্ন কেড়ে নিল উত্তর মেসেডোনিয়া।
নিজেদের শহর পালের্মোতো বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে শেষ মুহূর্তে গোল হজম করে কপাল পুড়েছে ইতালির। ১-০ ব্যবধানে হেরে বসে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
নির্ধারিত সময়ের উ. মেসিডোনিয়ার হয়ে বিখ্যাত গোলটি করেন ফরোয়ার্ড আলেকসান্দার ত্রাজকোভস্কি। মুহূর্তে উল্লাসে মেতে উঠে মেসেডোনিয়ানরা। আর অপ্রত্যাশিত গোল হজমের পর ইতালির খেলোয়াড়, কোচিং স্টাফরা হাঁটু গেড়ে বসে পড়েন সমর্থকদের সামনে।
এ নিয়ে টানা দুইবার বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হলো ইতালি। ২০১৮ বিশ্বকাপেও তাদের দর্শক হয়ে থাকতে হয়। সেবার বাছাইপর্বে আজ্জুরিদের হৃদয় ভেঙেছিল সুইডেন। সেই সঙ্গে টানা ১২ বছর বিশ্বকাপে না খেলার কষ্ট নিয়ে ঘুরতে হবে আজ্জুরিদের।
অন্যদিকে বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল পর্তুগাল। আরেক প্লে-অফে তুরস্তকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগিজরা। প্লে-অফের ফাইনালে তারা মুখোমুখি হবে উ. মেসিডোনিয়ার।