অনলাইন ডেস্ক, ২৪ মার্চ ।। বয়স হয়ে গেছে ৪৪। পেশাদারি ফুটবলে তাকে শেষবার দেখা গেছে ২০১০ সালে, গ্রিসের ক্লাব কাভালার হয়ে।
এরপর কেটে গেছে এক যুগ। তার বয়সে যখন অধিকাংশ খেলোয়াড় কোচিং ক্যারিয়ারে নাম লেখায় সেখানে পুরো ব্যতিক্রম ডেনিলসন। অবসর ভেঙে ১২ বছর পর পেশাদারি ফুটবলে ফিরছেন ব্রাজিল জাতীয় দলের সাবেক এই উইঙ্গার।
চুক্তি করেছেন ব্রাজিলের নিম্ন লিগের দল আইবিসের হয়ে। যে দলটির কিনা গিনেস বুকে বেশ কয়েকটি রেকর্ডও আছে।
এক সময় বিশ্বরেকর্ড ২১.৫ মিলিয়নে চুক্তিতে রিয়াল বেতিসে যোগ দিয়েছিলেন ডেনিলসন। তবে সাও-পাওলো ও বোর্দোর সাবেক উইঙ্গার এবার এমন দলের সঙ্গে চুক্তি করেছেন যারা অনেকবার ভুল কারণে সংবাদের শিরোনাম হয়েছে।
১৯৮০ দশকে টানা ৩২ ম্যাচ জয়হীন থেকে ‘বিশ্বের সবচেয়ে খারাপ দল’ হিসেবে স্বীকৃতি পায় আইবিস। মোট ৩ বছর, ১১ মাস ও ২৬ দিন জয়হীন ছিল দলটি। আর সেই ‘খারাপ দলটির’র হয়ে ফের পেশাদারি ফুটবলে প্রত্যাবর্তন হচ্ছে ১৯৯৬-২০০৩ পর্যন্ত ব্রাজিলের হয়ে ৬১ ম্যাচে ৮ গোল করেছেন ডেনিলসন।