আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা

অনলাইন ডেস্ক, ২৪ মার্চ ।। বুধবার সফলভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)।

ব্রহ্মোসের উৎক্ষেপণের সময় সেখানে উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এবং অন্যান্য প্রতিরক্ষা কর্মকর্তারা। তাঁরা ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রত্যক্ষ করেছিলেন। প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, ক্ষেপণাস্ত্রটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। এয়ার চিফ মার্শাল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বাহিনীর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করছিলেন।

কিছুদিন আগে ভারতীয় বিমান বাহিনীর একটি ইউনিটের একটি কমান্ড এয়ার স্টাফ পরিদর্শন (CASI) এর সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে ব্রহ্মোসের ভুল ফায়ার হয়েছিল। ওই ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের ভূখণ্ডে অবতরণ করে। এতে সম্পত্তি ও সরঞ্জামের খুব কম ক্ষতি হয়। সৌভাগ্যজনকভাবে কোনও মানুষের ক্ষতি হয়নি। ঘটনার পর, ভারত পাকিস্তানি কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়ে ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে। পাশাপাশি একটি বিবৃতিও জারি হয়। তারপর থেকে স্পটলাইটে ছিল ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *