পূর্ত দপ্তরে ৭১০টি জুনিয়র ইঞ্জিনিয়ারের শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলছে : উপমুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ মার্চ।। পূর্ত দপ্তরে ৭১০টি জুনিয়র ইঞ্জিনিয়ারের শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এই শূন্যপদগুলিতে নিয়োগের ক্ষেত্রে সম্মতি প্রদানের জন্য অর্থ দপ্তরের কাছে প্রেরণ করা হয়েছে।

আজ বিধানসভা অধিবেশনের শেষ দিনে বিধায়ক সুধাংশু দাসের জনস্বার্থে আনীত এক দৃষ্টি আকর্ষণী নোটিশের উত্তরে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা জানান। দৃষ্টি আকর্ষণী নোটিশটি ছিল ‘রাজ্য সরকারের পূর্ত দপ্তরে টিপিএসসি’র মাধ্যমে বাস্তুকার (ইঞ্জিনিয়ার) নিয়োগ করার উদ্যোগ নেওয়া সম্পর্কে।

উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আরও জানান, পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের সংখ্যা ৯৭৫টি। তার মধ্যে বর্তমানে ২৬৫ জন কর্মরত রয়েছেন এবং ৭১০টি জুনিয়র ইঞ্জিনিয়ার পদ শূন্য অবস্থায় রয়েছে। দপ্তর এই শূন্যপদগুলি পূরণে উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, টিইএস গ্রেড-V(A)-তে ৩১৫টি সিভিল, ২৮টি ইলেকট্রিক্যাল ও ৩৪টি মেকানিক্যাল এবং টিইএস গ্রেড-V (B)-তে ২৯৬টি সিভিল, ১৭টি ইলেকট্রিক্যাল এবং ২০টি মেকানিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ারের পদ শূন্য রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *