অনলাইন ডেস্ক, ২৪ মার্চ।। আসন্ন আইপিএল শুরুর ঠিক আগেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। তার পরিবর্তে সিএসকে’র নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন রবীন্দ্র জাদেজা।
ফ্র্যাঞ্চাইজিটি এক বিজ্ঞপ্তিতে নেতৃত্ব পরিবর্তনের খবরটি নিশ্চিত করে।
চেন্নাই জানায়, জাদেজার হাতে নেতৃত্ব হস্তান্তর করেছেন স্বয়ং ধোনি। সঙ্গে এটাও জানানো হয়, চলতি মৌসুমের পরেও চেন্নাইয়ের হয়ে খেলে যাবেন ভারত জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক-অধিনায়ক।
নির্বাসনের বছরগুলো বাদ দিয়ে ২০১২ থেকে চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামা জাদেজা হলেন ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় অধিনায়ক। এর আগে ধোনি ছাড়া সিএসকে’কে নেতৃত্ব দিয়েছেন কেবল সুরেশ রায়না।
ধোনির নেতৃত্বে চেন্নাই চার মৌসুমে (২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১) আইপিএল শিরোপা জিতেছে। এ ছাড়া সিএসকে পাঁচবার (২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৯) রানার-আপ হয়েছে।