স্টাফ রিপোর্টার, উদয়পুর/আমবাসা, ২৩ মার্চ।। উদয়পুর এবং আমবাসায় দুটি পৃথক দুর্ঘটনায় ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ধলাই জেলার আমবাসার ভাতখাওরী এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে বাইকের ধাক্কায় এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির নাম শৈলেন দাস৷ জানা গেছে, ওই ব্যক্তি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ তখনই রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাইকের সামনে পড়ে যান৷ বাইকের ধাক্কা ছিটকে পড়ে শৈলেন দাস গুরুতরভাবে আহত হলে স্থানীয় লোকজনরা তাকে প্রথমে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যান৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বড়মুড়ায় তার মৃত্যু হয় বলে জানা গেছে৷ পথদুর্ঘটনায় শৈলেন দাসের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ আমবাসা থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷
এদিকে, উদয়পুরে পথ দুর্ঘটনায় আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির নাম নারায়ন দত্ত৷ জানা গেছে, ওই ব্যক্তি বাই সাইকেল নিয়ে যাচ্ছিলেন৷ বাইসাইকেল নিয়ে যাওয়ার সময় একটি ইকো গাড়ি তাকে ধাক্কা দেয়৷ ইকো গাড়ির ধাক্কায় বাইসাইকেল নিয়ে ছিটকে পড়ে নারায়ণ দত্ত গুরুতরভাবে আহত হন৷ তাকে উদ্ধার করে প্রথমে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গোমতী জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে শেষ রক্ষা করা যায়নি৷ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়৷
ইকো গাড়ি চালক আশীষ চক্রবর্তী কে পুলিশ আটক করেছে৷ গাড়িটিও থানায় নিয়ে গেছে পুলিশ৷ এ ব্যাপারে রাধা কিশোর পুর থানায় সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে৷ ইকো গাড়ির চালকের অসাবধানতা এবং দ্রুতগামীতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷