স্টাফ রিপোর্টার, বাইখোড়া, ২৩ মার্চ।। মঙ্গলবার গভীর রাতে বিধবংসী অগ্নিকান্ডে দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোড়া বাজারের মাছ ও মাংস বাজার শেঠ পুড়ে ছারখার হয়ে গেছে৷ গভীর রাতে বাজারে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন বের হয়ে আসেন৷
বাজারে আগুন দেখতে পেয়ে দমকল বাহিনীকে ও খবর দেওয়া হয়৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷
স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে দমকলবাহনীর জওয়ানরা আগুন আয়ত্তে আনার চেষ্টা করে৷ কিন্তু এর মধ্যেই অগ্ণিকাণ্ডে মাছ এবং মাংস বাজারের শেঠ ঘর পুড়ে ছারখার হয়ে যায়৷ অগ্ণিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি৷ তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে নাশকতামূলক মানসিকতা নিয়েই অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত করা হয়েছে৷
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনার আসল রহস্য উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ৷ বাজারে অগ্ণিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী সহ সাধারণ মানুষজনের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷