ত্রিপুরার মানুষ আবারও বিজেপি-তেই আস্থা রাখবেন : ডি. পুরন্দেশ্বরী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ মার্চ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মজবুত নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দক্ষ প্রশাসন পরিচালনায় ত্রিপুরার মানুষ আবারও বিজেপি-তেই আস্থা রাখবেন৷ তাই, উপ-নির্বাচন এবং ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত৷

ত্রিপুরা সফরে এসে সাংগঠনিক সভা শেষে সাংবাদিক সম্মেলনে দৃঢ়তার সাথে একথা জানান বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা ডি. পুরন্দেশ্বরী৷ তাঁর কথায়, অধিকার প্রতিষ্ঠায় নয়, মানুষের সেবার জন্যই বিজেপি পুণরায় ত্রিপুরায় ক্ষমতায় আসতে চায়৷ এদিন তিনি বলেন, ২৫ বছরের বাম আমলে ত্রিপুরার মানুষ যা স্বপ্ণেও ভাবেননি, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেই অসাধ্য কাজ করে দেখিয়েছেন৷ ত্রিপুরার আনারস, কাঠাল, লেবু বিদেশে রপ্তানি হচ্ছে৷

তাতে, কৃষকরা উপকৃত হচ্ছেন৷ সাথে তিনি যোগ করেন, ন্যুনতম সহায়ক মূল্যে ধান ক্রয় বিজেপি সরকারই সম্ভব করেছে৷ ফলে, কৃষি প্রধান রাজ্য ত্রিপুরায় কৃষকরা আর্থিক দিক লাভবান হচ্ছেন৷ শুধু তাই নয়, কিষান সন্মান নিধির মাধ্যমে উপকৃত হচ্ছেন কৃষকরা৷
তাঁর দাবি, বিজেপির সারা দেশে একটাই মন্ত্র, সব-কা সাথ, সব-কা বিকাশ৷ তাই, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গরীব ও মধ্যমবর্গের বিকাশে কাজ করে চলেছে৷ তাই, পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলে চারটি রাজ্যেই জনগণ বিজেপির প্রতি আস্থা রেখেছেন৷ তিনি বলেন, কঠিন সময় সাহসিকতার সাথে মোকাবিলা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাই, করোনা সংকট মোকাবিলায় ভারত অন্যান্য দেশের তুলনায় দক্ষতার ছাপ রেখেছে৷ শুধু তাই নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের ভূমিকা সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে৷ কারণ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদেশের ছাত্রছাত্রীদের ইউক্রেন ফিরিয়ে আনতে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন৷
এদিন তিনি বলেন, ত্রিপুরায়ও গত চার বছরে আমূল পরিবর্তন হয়েছে৷ পরিকাঠামো উন্নয়নের সাথে আগামী দিনে বিকাশের অগণিত সম্ভাবনা তৈরী হয়েছে৷ স্বাস্থ্য ক্ষেত্রে বৈপ্লবিক যুগের সূচনা হয়েছে৷ কারণ, হার্ট এবং নিউরো সার্জারী এখন ত্রিপুরায় অনায়াসে হচ্ছে৷ তাঁর বিশ্বাস, নির্বাচনে ত্রিপুরা মানুষ তুলনাত্মক বিশ্লেষণ নিশ্চয়ই করবেন এবং বিজেপির প্রতিই আস্থা রাখবেন৷ তাঁর কথায়, অধিকার প্রতিষ্ঠায় নয়, মানুষের সেবার জন্যই বিজেপি পুণরায় ত্রিপুরায় ক্ষমতায় আসতে চায়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *