রাশিয়ার সুপার মার্কেটগুলোতে চিনির জন্য কাড়াকাড়ি

অনলাইন ডেস্ক, ২৩ মার্চ।। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ল সাধারণ রুশ নাগরিকদের জীবনে। রাশিয়ার সুপার মার্কেটগুলোতে চিনির জন্য কাড়াকাড়ি-ধস্তাধস্তি করছে মানুষ। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই ঘটনার একটি ভিডিও ক্লিপ। যদিও রুশ সরকারের দাবি, কোনও সঙ্কট নেই। যুদ্ধ পরিস্থিতিতে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে এমনটা করছেন।

ইউক্রেন হামলার জেরে পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর রাশিয়ার বেশ কিছু বাজারে চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। যেমন, সবচেয়ে বেশি ১০ কেজি পর্যন্ত চিনি কিনতে পারছেন রুশ নাগরিকরা। পাশাপাশি, শুধু চিনির মূল্যই ৩১ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে। ফলে যুদ্ধের বাজারে কাছের সুপার মার্কেটে দৌড়াচ্ছেন মানুষ। চলছে জিনিস কেনার জন্য ‘যুদ্ধ’।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাধারণ মানুষের সমস্যা কতটা প্রকট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওগুলিতেই স্পষ্ট বলে মন্তব্য করছেন নেটনাগরিকরা।

অন্য দিকে, রুশ প্রশাসনের দাবি, দেশে চিনি পর্যাপ্ত রয়েছে। ক্রেতারা আতঙ্কগ্রস্ত হয়ে বাজারে ছুটছেন। সুযোগ বুঝে মূল্যবৃদ্ধি করছে উৎপাদনকারী সংস্থাগুলো। এ ছাড়া কোনও সমস্যা নেই।

ইউক্রেনে সামরিক অভিযানের প্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অনেক দেশ।

এমন পরিস্থিতিতে ইউরোপ-আমেরিকার বাণিজ্যিক সংস্থাগুলোও এখন রাশিয়ায় ব্যবসা বন্ধ করেছে। এই পরিস্থিতিতে টিভি, গাড়ি থেকে নানা নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিয়েছে রাশিয়ার বাজারে।

অন্যদিকে রয়েছে যুদ্ধের আবহে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। তা ছাড়া, দেশে চিনির অভাব বলেই বর্তমানে রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে ব্যাপক সমস্যায় পড়েছে রুশ নাগরিকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *