অনলাইন ডেস্ক, ২৩ মার্চ।। গালিবয় খ্যাত ভারতীয় র্যাপার ধর্মেশ পারমার মাত্র ২৪ বছর বয়সে মারা গেছেন। মঞ্চে তার নাম ছিল টড ফড।
রণবীর সিং ও সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত ‘গালিবয়’ ছবিতে তাঁর গান শোনা গিয়েছিল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এ দুই তারকা।
সোমবার ধর্মেশের শেষকৃত্য সম্পন্ন হয়। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
রণবীর এই র্যাপারের একটি ছবির সঙ্গে হৃদয় ভাঙার ইমোজি ব্যবহার করেছেন। সিদ্ধান্ত শেয়ার করেছেন ইনবক্সের স্ক্রিনশট, যেখানে তারা পরস্পরকে পরিবেশনার জন্য অভিনন্দন জানিয়েছেন। এটি শেয়ার করে সিদ্ধান্ত লিখেছেন, আরআইপি ভাই (রেস্ট ইন পিস)।
ধর্মেশের দলের নাম স্বদেশি মুভমেন্ট। দেশীয় সব বাদ্যযন্ত্র ব্যবহার করে তারা র্যাপ মিউজিক করত।
স্বদেশি মুভমেন্ট একটি ভিডিও শেয়ার করে লিখেছে, গত রাতেই (মৃত্যুর আগের রাতে) স্বদেশি মেলায় নিজের শেষ পরিবেশনা করেছিলেন টড ফড। লাইভ মিউজিকের প্রতি তার যে তীব্র ভালোবাসা, আপনারা এখানে দেখতে পাবেন। তোমাকে কখনোই ভুলব না, সর্বদা তুমি তোমার গানের মধ্যে বেঁচে থাকবে।’
ভারতের মুম্বাইয়ের স্ট্রিট র্যাপার ডিভাইন ও নেজের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে ‘গালিবয়’ ছবিটি পরিচালনা করেছিলেন জয়া আখতার। ছবিতে বস্তি থেকে উঠে এসে প্রতিষ্ঠা পাওয়া এক র্যাপারের ভূমিকায় দেখা যায় রণবীর সিংকে। ছবিতে আরও অভিনয় করেছেন আলিয়া ভাট, কালকি কোয়েচলিন, বিজয় ভার্মা, আম্রুতা সুভাষ এবং বিজয় রাজ।
ধর্মেশের মৃত্যুতে জয়া আখতার লিখেছেন, খুব তাড়াতাড়ি চলে গেলে তুমি। আমার সৌভাগ্য যে আমাদের দেখা হয়েছিল। তোমার আত্মার শান্তি কামনা করি।