হরিশনগর চা বাগানে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৩ মার্চ।। বিশালগড়ে হরিশনগর চা বাগান থেকে বুধবার সাতসকালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত যুবকের নাম লিটন দে৷

জানা গেছে, বুধবার সকালে হরিশ নগর চা বাগানে শ্রমিকরা কাজ করতে গেলে একটি ঝুলন্ত মৃতদেহ দেখতে পান৷ মৃতদেহ দেখতে পেয়ে চা বাগানের শ্রমিকরা চিৎকার শুরু করেন৷ চিৎকার শুনে অন্যান্য শ্রমিক এবং পার্শবর্তী লোকজনরা সেখানে জড়ো হন৷ খবর পাঠানো হয় বিশালগড় থানার পুলিশকে৷

খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় হাসপাতাল মর্গে পাঠায়৷ সূত্রের খবর, তাদের পরিবারের তেমন কোনো ঝামেলা ছিল না৷

কেন ওই যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে৷ এই আত্মহত্যার পেছনে কী রহস্য আত্মগোপন করে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ বুধবার সাত সকালে চা বাগান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *