স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ মার্চ।। আবারও রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে হৃদযন্ত্রে ঝুঁকিপূর্ণ জটিল অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পন্ন করলেন চিকিৎসকরা। উদয়পুরের বাসিন্দা এই ৬২ বছর বয়স্ক ভদ্রমহিলার হৃদযন্ত্রে দু বছর আগে বেসরকারি একটি হাসপাতালে দুটো স্ট্যান্ট বসানো হয়েছিল। তার দুটো স্ট্যান্টই বিকল হয়ে যায়। ফলে তার অস্বাভাবিক বুকে ব্যাথা ও নিম্নরক্তচাপ দেখা দিয়েছিল। তাই তিনি জিবিপি হাসপাতালের কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি অ্যান্ড ইন্টারভেনশনাল ডিপার্টমেন্টে চিকিৎসকদের দেখান। বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তার হৃদযন্ত্রে স্ট্যান্ট প্রতিস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
গত ২১ মার্চ জিবিপি হাসপাতালের কার্ডিওলজিস্ট ডাঃ অনিন্দ্য সুন্দর ত্রিবেদী আড়াই ঘন্টা ধরে তার হৃদযন্ত্রে ঝুঁকিপূর্ণ ও জটিল অ্যাঞ্জিওপ্লাস্টি করেন এবং তিনটি স্ট্যান্ট প্রতিস্থাপন করেন। এই প্রক্রিয়ায় ছিলেন অ্যানেসথেসিওলজিস্ট ডাঃ সুরজিৎ পাল, ক্যাথল্যাব টেকনিশিয়ান সঞ্জয় ঘোষ, ক্যাথল্যাব নার্স প্রাণকৃষ্ণ দেব ও দেবব্রত দেবনাথ।
রোগীর অবস্থার উন্নতি হওয়ায় গতকাল তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। স্ট্যান্ট প্রতিস্থাপন সফলভাবে হওয়ায় পরিবার পরিজনেরা খুশী হয়েছেন এবং তারা চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।