আগরতলায় চন্দ্রপুর আইএসবিটিতে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, থানায় মামলা

 

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ মার্চ।। বুধবার দুপুর নাগাদ রাজধানীর চন্দ্রপুর আইএসবিটি-তে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ ঘটনাকে কেন্দ্র করে আইএসবিটি এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার দুপুরে চন্দ্রপুর আইএসবিটিতে বিবেকানন্দ বিচার মঞ্চের এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি রাজীব ভট্টাচার্য, সম্পাদক তপন দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর সুমন মজুমদার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন৷

সভা শেষ করে নেতৃবৃন্দ চলে যাওয়ার পরপরই শ্রমিকনেতা হারাধন দেবনাথ এর নেতৃত্বে ৭০/৮০ জন শ্রমিক অপর শ্রমিক নেতা আব্দুল হকের উপর হামলা চালায় বলে অভিযোগ৷ তাকে দৈহিক ভাবে লাঞ্ছিত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷ হামলাকারীদের হাতে আগ্ণেয়াস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে৷ এব্যাপারে আক্রান্ত শ্রমিক নেতা আব্দুল হক পূর্ব আগরতলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশ অভিযোগ গ্রহণ করলেও এখনো পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ৷ কেন এই হামলার ঘটনা সংঘটিত হয়েছে সে বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না৷

বিবেকানন্দ বিচার মঞ্চের সভা শেষে এ ধরনের হামলার ঘটনার পেছনে কী রহস্য আত্মগোপন করে রয়েছে তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ শাসক দলের শ্রমিক সংগঠনের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর উপর প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলার ঘটনা সংঘটিত করাকে কেন্দ্র করে মোটর স্ট্যান্ড এলাকায় অন্যান্য মোটর শ্রমিক ও যাত্রী সাধারণের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *