প্রফেসর পাড়ায় দুঃসাহসিক চুরি, ঠাকুরঘরের দরজা ভেঙে লুটপাট

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ মার্চ।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন কলেজ টিলা প্রফেসর পাড়ায় গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল নারায়ণ দেববর্মার ঠাকুর ঘরে ঢুকে সোনা রুপা সহ অন্যান্য জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে৷

বুধবার সকালে বাড়ির লোকজনেরা ঘুম থেকে উঠে লক্ষ করেন ঠাকুর ঘরের দরজা ভাঙ্গা৷ ঠাকুর ঘরে ঢোকে তারা লক্ষ্য করেন ঠাকুরের সোনা ও রুপার গহনা সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল৷

তারা ঘটনাটি প্রতিবেশীদের জানান এবং খবর পাঠানো হয় কলেজ টিলা আউটপোস্টের পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত ঠাকুরের সোনার এবং রুপার গয়না উদ্ধার করতে সক্ষম হয়নি৷

ঠাকুর ঘরের দরজা ভেঙ্গে সোনা রুপার গহনা চুরি করে নিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ অবিলম্বে অভিযুক্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে এলাকাবাসীর দাবি জানিয়েছেন৷ এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য দাবি উঠেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *