স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ মার্চ।। প্রতি সপ্তাহেই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের চক্ষু বিভাগে নিয়মিত বিভিন্ন চোখের সমস্যায় ভুগতে থাকা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সহ অস্ত্রোপচার করা হচ্ছে।
গত ২১ মার্চ জিবিপি হাসপাতালের চক্ষু বিভাগে মোট ৬৫ জনের চোখের ছানি সহ বিভিন্ন অস্ত্রোপচার করা হয়। উক্ত অস্ত্রোপচার করেন চক্ষু বিভাগের প্রধান চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ফণী সরকারের নেতৃত্বে মেডিকেল টিম।
তাছাড়া গত ২২ মার্চ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ফণী সরকারের নেতৃত্বে মেডিকেল টিম মোট ৬১ জন চক্ষু রোগীদের নানা সমস্যার অস্ত্রোপচার করেন।অস্ত্রোপচারের পর প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।