মারিকাম্বা যাত্রায় মুসলিম ব্যবসায়ীদের দেওয়া হলনা স্টল

অনলাইন ডেস্ক, ২২ মার্চ ।। ফের উগ্র হিন্দুত্বের চোখ রাঙানি। এবার, বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের মত হিন্দুত্ববাদী সংগঠনগুলির লাল চোখের কাছে নতি স্বীকার করে কর্নাটকের কোটে শিমোগায় মারিকাম্বা যাত্রায় মুসলিম ব্যবসায়ীদের দেওয়া হলনা স্টল। আজ ২২ মার্চ থেকে পাঁচদিন ব্যাপি এই যাত্রা শুরু হবে।

কোটে মারিকাম্বা যাত্রা, দুই বছরে একবার অনুষ্ঠিত হয়, প্রতিবেশী শহর এবং জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন এই যাত্রায় অংশ নিতে। শেষবার এটি অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে।

জাতি ধর্ম ভেদে সাধারণ মানুষ এই কোটে মারিকাম্বা যাত্রায় অংশ নেন।

উৎসব কমিটির সভাপতি এসকে মারিয়াপ্পা জানিয়েছেন হিন্দু এই কমিটি এত বছর কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয়নি। এই উৎসব জাতি,ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের জন্য ছিল উন্মুক্ত।কিন্তু উৎসব কমিটি চলতি বছরে এই উৎসবের আগে কিছু উগ্র ধর্মান্ধ হিন্দুত্ববাদী সংগঠনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। না হলে এই বছর হয়ত মারেকাম্বা যাত্রা বন্ধ করে দিতে হত।

মুসলিম দোকানদের থেকে স্টলের জন্য অগ্রিম টাকাও নিয়ে নেওয়া হয়েছিল।গত ১৯ মার্চ, কমিটি হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করে। হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলিকে তাদের ইচ্ছামতো দোকান বরাদ্দের জন্য টেন্ডার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।সেখানেই বদলে যায় ওই পরিস্থতি।

এত গুলো বছর ধরে “আমরা মুসলমানদের স্টল স্থাপনের বিরোধিতা করিনি। সাম্প্রতিক দিনগুলিতে তাদের আচরণ আমাদের এই ধরনের সিধান্ত নিতে বাধ্য করেছে,” শিবমোগা সিটি কর্পোরেশনের বিজেপি নেতা চন্নাবাসাপা এমনটাই বলেছেন। “তারা (মুসলমান) কেন আমাদের (হিন্দু) অনুষ্ঠানে অংশ নেবে। প্রচ্ছন্ন হুমকির সুরেই এই কথা বলছেন এই বিজেপি নেতা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *