স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২২ মার্চ।। ঊনকোটি জেলার কৈলাসহর থানার পুলিশ মনু নদী থেকে এক অজ্ঞাত পরিচয় মাঝবয়সী ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। সংবাদ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল নাগাদ কৈলাসহর পুর পরিষদের ১৬ নম্বর ওয়ার্ডের সুনামারা এলাকায় নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন।
মৃতদেহটি মনু নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন কৈলাসহর থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি। মনু নদী থেকে মৃতদেহ উদ্ধারের সংবাদে স্থানীয় জনমনে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।