কৈলাসহরে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজন গুরুতরভাবে আহত হয়েছে

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২২ মার্চ।। ঊনকোটি জেলার কৈলাসহরের মূর্তি ছড়াতে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজন গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার। শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে কৈলাশহর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

পুলিশের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শাসক দলের অভ্যন্তরীণ কোন্দলকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

দলীয় নেতাদের এবং কর্মী-সমর্থকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতভেদের জেরেই এই ঘটনা সংঘটিত হয়েছে বলেও স্থানীয় একটি মহল থেকে দাবি করা হয়েছে। দলের দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে স্থানীয় জনগণ রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় এলাকায় হিংসাত্মক কার্যকলাপের সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সূত্রটি জানিয়েছে। পুলিশ পরিস্থিতি দেখে সতর্ক দৃষ্টি রেখে চলেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *