অনলাইন ডেস্ক, ২২ মার্চ ।। দাঁতের ব্যথায় মানুষ তেমন একটা গুরুত্ব দেন না। বরং দিনের পর দিন নিজের অজ্ঞানতার কারণে খেতে থাকেন পেনকিলার। এবার পেনকিলার রোজ রোজ খাওয়া হতে পারে সমস্যার।
জেনে নেওয়া যাক দাঁতে ব্যথা কমানোর বিভিন্ন উপায়-
লবণ-পানিতে কুলকুচি: একগ্লাস গরম বা ঈষদুষ্ণ পানিতে সামান্য পরিমাণে ফেলে দিন লবণ। তারপর সেই পানি দিয়ে করতে থাকুন কুলকুচি। আশা করছি সমস্যা কমবে। কারণ লবণ পানিতে এমন কিছু গুণ রয়েছে যা প্রদাহ কমাতে পারে।
হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে কুলকুচি:
হাইড্রোজন পারআক্সাইড ব্যথা ও প্রদাহ দুইই কমাতে পারে। এমনকি ব্যাকটেরিয়া নিধনেও এই যৌগ হয়ে ইঠতে পারে আপনার গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই আপনি অবশ্যই এই হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে জল মিশিয়ে করুন কুলকুচি। কুলকুচি করে পানি ফেলে দিন।
ঠান্ডা সেক: বরফ নিন। সেই বরফ কোনও কাপড়ে জড়িয়ে বাইরে থেকে বা ভিতরে দাঁতের উপর রাখুন। বরফের ঠান্ডায় সমস্যা অনেকটাই দূর হবে।
আদা: আদার মধ্যে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সডিন্ট। এছাড়া আদা পারে আপনার শরীরে প্রদাহ কমিয়ে দিতে। দাঁতে ব্যথার ক্ষেত্রেও আদা ভীষণই কার্যকরী।
লবঙ্গ: লবঙ্গের থেকে ভালো দাঁতের সমস্যা দূর করার কোনো সংস্থান এখনও জানা নেই। এর মধ্যে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান ব্যথা দূর করতে পারে। পাশাপাশি লবঙ্গ দাঁতের প্রদাহজনিত সমস্যাকেও দূর করতে পারে। দাঁতে ব্যথা হলে সেই জায়গায় লবঙ্গ চিপে ধরে রাখুন। দেখবেন সমস্যা কমেছে।