জিবিপি হাসপাতালে হৃদযন্ত্রের আরও একটি জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ মার্চ।। জিবিপি হাসপাতালে হৃদযন্ত্রের আরও একটি জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হল।

শান্তিরবাজারের পূর্ব চড়কবাই গ্রামের বাসিন্দা ৬৪ বছর বয়স্ক এক ভদ্রলোকের হার্টের বিভিন্ন সমস্যা নিয়ে জিবিপি হাসপাতালের কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি অ্যান্ড ইন্টারভেনশনাল ডিপার্টমেন্টে ভর্তি হন। বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তার হৃদযন্ত্রের সমস্যা নিশ্চিত করেন এবং হার্টে অস্ত্রোপচারের সিদ্ধান্ত গ্রহণ করেন।

গত ১৪ মার্চ জিবিপি হাসপাতালের কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি ডিপার্টমেন্টের কার্ডিয়াক সার্জন ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে চিকিৎসকরা মাল্টি ভেসেল অফ পাম্প করোনারি বাইপাস গ্রাফটিং সার্জারি সফলভাবে সম্পন্ন করেন।এই অস্ত্রোপচারটি বেলুন পাম্প এবং সেল সেভার মেশিন-এ সফলভাবে করা হয়।

উক্ত অস্ত্রোপচারে যুক্ত ছিলেন অ্যানেসথেসিওলজিস্ট ডাঃ সুরজিৎ পাল, পারফিউসানিস্ট (হার্ট-লাং যন্ত্র পরিচালক) সুজন সাহু, সার্জিকেল অ্যাসিসটেন্ট ছিলেন সুদীপ্ত মন্ডল সহ সার্জিক্যাল টিমের সদস্যরা। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে। এই সফল অস্ত্রোপচারে রোগীর পরিবার পরিজনেরা খুশী ও চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *