গুজরাটে কেন নিষিদ্ধ হয়েছিল ‘পারজানিয়া’?

অনলাইন ডেস্ক, ২১ মার্চ।। গুজরাটে মুসলমানদের ওপর চালানো নির্যাতন কি কখনো সিনেমার বিষয়বস্তু হবে? একপক্ষীয় ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রমরমা ব্যবসার সময় এমন প্রশ্ন অনেকের।

এর মাঝে সরাসরি পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে কেউ কেউ জিজ্ঞাসা করেছেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রচারণায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন। বলছেন, সত্য ঘটনা দেখিয়েছে এ ছবি। কিন্তু গুজরাটে কেন নিষিদ্ধ হয়েছিল ‘পারজানিয়া’?

সম্প্রতি নিউজিল্যান্ডে মুসলমানদের অনেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রদর্শন নিয়ে আপত্তি তুলেছেন। সেই প্রেক্ষিতে প্রথমে অনুমতি দিলেও পরে ফের পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে নাখোশ পরিচালক বিবেক।

টুইটারে পরিচালকের দাবি, সিনেমাটির ওপরে নিষেধাজ্ঞা চাপানোর জন্য কিছু সাম্প্রদায়িক গোষ্ঠীর তরফে নিউজিল্যান্ড সেন্সর বোর্ডের ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে।

যদিও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সিনেমাটির ওপরে এখনো কোনো নিষেধাজ্ঞা চাপানো হয়নি। কিছু মানুষের আপত্তির জন্য সিনেমাটির প্রদর্শনের বিষয়ে পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্সর বোর্ডের প্রধান ডেভিস শ্যাঙ্কস জানিয়েছেন, মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ তাকে জানিয়েছেন, এই সিনেমাটি মুসলিম-বিরোধী ভাবাবেগ উসকে দিতে পারে। যার থেকে ছড়িয়ে পড়তে পারে বিদ্বেষ। এ প্রসঙ্গে এলো ‘পারজানিয়া’র বিষয়টি।

২০০২ সালে গুজরাট দাঙ্গার পরে এক পারসি দম্পতির সন্তানকে খুঁজে বেরোনোর বিষয় নিয়ে ‘পারজানিয়া’ তৈরি করেছিলেন রাহুল ঢোলাকিয়া। সেই সিনেমার ওপরে অলিখিত নিষেধাজ্ঞা জারি হয়েছিল গুজরাটে। শাসক দল বিজেপির কোপে যাতে পড়তে না হয়, তাই সিনেমাটি প্রদর্শনে নারাজ ছিলেন সে রাজ্যের অনেক হল মালিক। বিবেককে একজনের প্রশ্ন, ‘সেই ঘটনাটি আপনার অগণতান্ত্রিক মনে হয়নি?’

এ দিকে নিউজিল্যান্ডে ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির দাবিতেও পিটিশন জমা পড়েছে। সেখানে বলা হয়েছে, ছবিটির বিষয়বস্তু বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। সারা বিশ্বে চলচ্চিত্র মাধ্যমটিকে ব্যবহার করে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা তুলে ধরা হয়। এর পাশাপাশি ইসলাম বিদ্বেষের অভিযোগ উড়িয়ে ওই পিটিশনে বলা হয়েছে, গোটা বিশ্বে লক্ষাধিক মানুষ সিনেমাটি দেখে ফেলেছেন। তার পরেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *