দৈনন্দিন বিভিন্ন বদঅভ্যাসের কারণেই বাড়ছে স্তন ক্যানসার

অনলাইন ডেস্ক, ২১ মার্চ।। বিশ্বব্যাপীই দিন দিন বাড়ছে স্তন ক্যানসারে আক্রান্ত রোগী। নারী-পুরুষ সবারই এ রোগে আক্রান্তের ঝুঁকি রয়েছে। অস্বাস্থ্যকর জীবনযাপন, খাওয়াদাওয়া, দৈনন্দিন বিভিন্ন বদঅভ্যাসের কারণেই গ্রাস করে এই মারণরোগ।

জেনে নিন যেসব কারণে স্তন ক্যানসারে আক্রান্ত হতে পারেন-

নিয়ম করে শরীরচর্চা না করা: দৈনন্দিন জীবনযাপনে সুস্থ থাকতে নিয়ম করে শরীরচর্চা করার কোনো বিকল্প নেই। স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে প্রতি দিন প্রায় ঘণ্টাখানেক ব্যায়াম, যোগাসন, প্রাণায়াম করা প্রয়োজন।

নিয়মিত মদ্যপান: মানসিক চাপ ও উদ্বেগ কমাতে অনেকেই ভরসা রাখেন মদ্যপানে। দীর্ঘদিন ধরে মদ্যপানের অভ্যাস স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

বাইরের খাবার খাওয়ার প্রবণতা: শরীরে অতিরিক্ত ওজন স্তন ক্যানসারের অন্যতম কারণ। বিভিন্ন কারণে ওজন পেতে পারে। বাইরের তেল-ঝাল-মসলা জাতীয় অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস তার মধ্যে অন্যতম। শরীরে ওজন বয়স এবং উচ্চতা অনুযায়ী স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেলে স্তন ক্যানসারের ঝুঁকি তৈরি হয়। ক্যানসারের ঝুঁকি কমাতে ওজন নিয়ন্ত্রণে রাখা তাই জরুরি। তার জন্য প্রয়োজন পুষ্টিকর খাবার খাওয়া।

ধূমপানের অভ্যাস: ক্যানসার প্রতিরোধে মদ্যপান ও ধূমপানের অভ্যাস ত্যাগ করার বিকল্প কিছু নেই। স্তন ক্যানসার হোক বা ফুসফুস- মাত্রাতিরিক্ত তামাক, অ্যালকোহলের প্রভাবেই মূলত এই ধরনের মরণব্যাধির শিকার হতে হয়।

রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে আসা: রূপটান করতে অনেকেই ভরসা রাখেন নামীদামি প্রসাধনীর উপর। এই প্রসাধন সামগ্রীর রং, রূপ, গন্ধ বৃদ্ধি করতে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। দীর্ঘ সময় ধরে এই রাসায়নিক দ্রব্য মিশ্রিত প্রসাধনী ব্যবহার করার ফলে শরীরের অন্দরে ছড়িয়ে পড়ে রাসায়নিক উপাদানগুলি। নিঃশব্দে বাড়তে থাকে ত্বকের ক্যানসার, স্তন ক্যানসারে আশঙ্কা।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *