অনলাইন ডেস্ক, ২১ মার্চ।। মাঝ আকাশে হঠাৎ করে বিমানে ধোঁয়া বের হতে দেখা দেওয়ায় করাচিতে জরুরি অবতরণ করল দিল্লি-দোহাগামী উড়ান। সোমবার মাঝ আকাশে এই বিপত্তির কারণে কাতার এয়ারওয়েজের কিউআর৫৭৯, ১০০ জন যাত্রী নিয়ে করাচি বিমান বন্দরে জরুরি অবতরণ করে। বিমানে মালপত্র সামগ্রী রাখার জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা দেওয়া এই জরুরি অবতরণ বলে জানা গেছে।
কাতার এয়ারওয়েজ সূত্রে জানানো হয়েছে, বিমানটিকে সুরক্ষিতভাবে নামানো হয়েছে। যাত্রীরাও সবাই নিরাপদে আছেন। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানের যাত্রীদের দোহায় নিয়ে যাওয়ার জন্য একটি রিলিফ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। কাতার এয়ারওয়েজ সূত্রে আরও জানানো হয়, যাত্রীদের এই অসুবিধের জন্য তাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। যাতে তাদের পরবর্তী যাত্রার জন্য কোনও বিঘ্ন না ঘটে, তার জন্য বিমান বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে পূর্ণ সহযোগিতা করা হবে’। তবে ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বিমানে থাকা যাত্রীরা। তাদের অভিযোগ, কাতার এয়ারওয়েজ-এর তরফ থেকে কোনও সহযোগিতা করা হচ্ছে না। ফলে বিপাকে পড়েছেন তারা।
বিমানে থাকা যাত্রী কার্ডিওলজিস্ট ডা. সমীর গুপ্তা ট্যুইট করে ক্ষোভ উগরে দেন। সমীর গুপ্তা লেখেন, ‘কি অবস্থায় আছে কিউআর৫৭৯ দিল্লি-দোহাগামী বিমান? কেন করাচিতে নামানো হল? কোনও তথ্য নেই। যাত্রীদের জল, খাবার কোনও কিছু দেওয়া হচ্ছে না। কাস্টমার কেয়ারের কাছে কোনও তথ্য নেই’।এক ভিডিও বার্তায় রমেশ রালিয়া নামে এক যাত্রীও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দোহা থেকে অনেকেরই সংযোগকারী বিমান রয়েছে। তবে এই বিমানটি কখন করাচি থেকে টেক অফ করবে সেই সম্পর্কে কোনও তথ্য নেই। রমেশ রালিয়া নামের ওই যাত্রী ভিডিওতে বলেন, সোমবার দিল্লি থেকে ভোর ৩.৫০ টে নাগাদ করাচির উদ্দেশে যাত্রা শুরু করে কিউআর৫৭৯।
https://t.co/nnMEyvpozW pic.twitter.com/EU01ijzlrn
ভোর সাড়ে পাঁচটায় করাচিতে অবতরণ করে। এখন সকাল ৯টা। যাত্রীদের ডিবোর্ড করে বিমান বন্দরে নিয়ে আসা হয়েছে। কিন্তু বিমানটি কখন আবার টেক অফ করবে সেই বিষয়ে কোনও তথ্য দেওয়া হচ্ছে না। বিমানের যাত্রীদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে। দোহা থেকে অনেক যাত্রীর সংযোগকারী বিমান রয়েছে। কিন্তু তথ্য না দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে যাত্রীদের।’