অনলাইন ডেস্ক, ২১ মার্চ ।। কার্লো আনচেলত্তি স্বীকার করেছেন, তার ভুলে এল ক্লাসিকোতে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হারের দায় নিজের কাঁধে নিলেন লস ব্লাঙ্কোসদের কোচ।
রবিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে হেরেছে রিয়াল। চির প্রতিদ্বন্দ্বীদের কাছে হারলেও তাদের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থেকে লা লিগার চলতি মৌসুমের শীর্ষস্থান ধরে রেখেছে আনচেলত্তির দল।
তবে মৌসুমের শেষ ক্লাসিকোতে শিষ্যদের দুর্বল পারফরম্যান্সে বড় ব্যবধানের হারে হতাশ ইতালিয়ান কোচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘মাঠে আমাদের চেনা যায়নি। সবকিছু ভুল হয়েছে। আমি খেলোয়াড়দের বলেছি, এই হারের ভুল আমার। ’
পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে বার্নাব্যুতে কামব্যাকের গল্প লেখে শেষ আট নিশ্চিত করার পর লা লিগায় মায়োর্কার বিপক্ষে বড় জয়, নিঃসন্দেহে উড়তে থাকা রিয়ালের জন্য ক্লাসিকোতে হার এক বিশাল ধাক্কা।
বার্সার বিপক্ষে এমন হারের পর সমর্থকদের জন্য দুঃখ প্রকাশও করেছেন আনচেলত্তি, ‘এই হারে আমি খুব মর্মাহত। সমর্থকদের জন্য দুঃখিত। তবে আমাকে শান্ত থাকতে হবে। ’