ট্রাকের গোপন চেম্বার কেটে একশ এক কেজি শুকনো গাঁজা উদ্ধার করল পুলিশ

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২১ মার্চ।।  উত্তরের বাগবাসা আউট পোষ্টের পুলিশের কাছে গোপন খবর আসে রাজ্য থেকে অসমের উদ্যেশ্যে গাঁজা পাচার হবে। সেই সূত্র ধরে বাগবাসা আউট পোষ্টের পুলিশ স্হানীয় থানার হলিক্রস স্কুল সংলগ্ন আট নং আসাম আগরতলা জাতীয় সড়কে ওঁৎ পেতে বসলে আসে সাফল্য। এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ অসম অভিমুখী টি আর ০১ এপি ১৭৮১ নম্বরের পন্যবাহী ডি আই গাড়ি উক্ত স্থানে আসলে গাড়িতে তল্লাশি চালায় স্হানীয় থানার পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ির বডির ভেতরে অভিনব গোপন চেম্বার কেটে আটাশ প্যাকেটে মোট একশো এক কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।যার বাজার মূল্য আনুমানিক মুল্য দশ লক্ষ টাকা বলে জানা গেছে।সাথে আটক করা হয় পলাশ মিয়াঁ(২১) নামের এক গাঁজা পাচারকারীকে।

ধৃতের বাড়ি আগরতলার পশ্চিম থানাধীন রাজনগর এলাকায়।সাথে স্হানীয় থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এদিকে সোমবার ধৃত গাঁজা পাচারকারীকে পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করে পুলিশ।অপরদিকে পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত শুকনো গাঁজা গুলি আগরতলা থেকে অসমের বরাক উপত্যকার উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিল।

পন্যবাহী ডি আই গাড়িটি ত্রিপুরা ও অসমে আবাদ বিচরণের জন্য উভয় রাজ্যের একাধিক নম্বার প্লেইট ব্যবহার করছিল পাচারকারী। সেসকল অবৈধ্য নম্বার প্লেইট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারনা উক্ত ডি আই গাড়িটি বহুদিন যাবৎ গাঁজা পাচার কান্ডে যুক্ত ছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *