পাক অধিকৃত কাশ্মীরকে স্বাধীন করবে বিজেপি : জীতেন্দ্র সিং

অনলাইন ডেস্ক, ২১ মার্চ।। সংবিধানের বিশেষ মর্যাদা কাশ্মীরের (Kashmir) উপর থেকে সরিয়েছে কেন্দ্র। যা বিজেপির প্রতিশ্রুতির মধ্যেই ছিল। এবার লক্ষ্য সমগ্র অধিকৃত কাশ্মীরের দখল নেওয়া। এটিও বিজেপির প্রতিশ্রুতির মধ্যে ছিল। অদূর ভবিষ্যতে বিজেপি পরিচালির সরকার সেই লক্ষ্য পূরণ করবে বলে দাবি করলেন মোদী সরকারের মন্ত্রী জীতেন্দ্র সিং।

এই জীতেন্দ্র সিং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরের প্রতিমন্ত্রী। রবিবার একটি অনুষ্ঠান উপলক্ষ্যে কাশ্মীরের কাঠুয়া জেলায় গিয়েছিলেন তিনি। সেখানে মহারাজা গুলাব সিংয়ের ২০ ফুটের মূর্তি উন্মোচন করেন মো্ত্রী জীতেন্দ্র সিং। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন যে পাক অধিকৃত কাশ্মীরকে স্বাধীন করবে বিজেপি। ভারতের অংশ হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর।

ওই অনুষ্ঠানে মন্ত্রী মহাশয় বলেছেন, “১৯৯৪ সালের সংসদে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ হয়েছিল। বলা হয়েছিল, অবৈধভাবে দখল করে রাখা কাশ্মীরের অংশ থেকে সরে যেতে হবে পাকিস্তানকে। পাক অধিকৃত কাশ্মীরকে স্বাধীন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” স্বাভাবিকভাবেই জীতেন্দ্র সিং-এর মুখে শোনা গিয়েছে কাশ্মীরের উপর থেকে সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারা প্রত্যাহারের প্রসঙ্গ। ২০১৯ সালে দ্বিতীয়বার কেন্দ্রের ক্ষমতা দকলের পর অগস্ট মাসের প্রথম সপ্তাহে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় কেন্দ্র।
যা নিয়ে মোদীর মন্ত্রী জীতেন্দ্র সিং বলেছেন, “আমরা যখন ৩৭০ ধারা অবলুপ্তির কথা বলতাম, সেটা সকলের ভাবনার বাইরে ছিল। কিন্তু বিজেপি নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী ৩৭০ ধারার অবলুপ্তি ঘটিয়েছি।” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “১৯৮০ সালে যখন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়, তখন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বিজেপির বিপুল জয়ের কথা বলেছিলেন। তখন সেটাও কেউ বিশ্বাস করতে পারত না। কিন্তু সেটাই বাস্তবে ঘটেছে।” মোদী সরকার দেশের ক্ষমতা দখলের পরে যাবতীয় প্রতিশ্রুতি পালন করেছে, ভবিষ্যতে কাশ্মীর দখলের প্রতিশ্রুতিও পালন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী জীতেন্দ্র সিং।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *