বাঁশের তৈরি দর্শকভর্তি অস্থায়ী গ্যালারি আচমকা ভেঙে পড়ে পুঙ্গডুতে

অনলাইন ডেস্ক, ২১ মার্চ।। ফের ফুটবল মাঠে দুর্ঘটনা। দক্ষিণ কেরলের মালাপ্পুরাম জেলার পুঙ্গডুতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গত শনিবার রাতে একটি ম্যাচে বাঁশের তৈরি দর্শকভর্তি অস্থায়ী গ্যালারি আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভয়াবহ এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়েছে। রাত ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। একটি সংবাদ সংস্থার তরফ থেকে ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে।

কেরলের মালাপ্পুরাম জেলার পুঙ্গডু এলাকাটির পরিচিত ফুটবলের জন্যই। স্থানীয়রা ফুটবল খেলতে এবং দেখতে খুব ভালোবাসেন। প্রতিবছরের মত এবারও সেখানে একটি ফুটবল প্রতিযোগিতার (সেভেন-এ-সাইড) আয়োজন করা হয়। তারই ফাইনাল ম্যাচ দেখতে ভিড় জমিয়েছিল স্থানীয় ফুটবলপ্রেমীরা। হঠাৎ-ই মাঠের একদিকে বাঁশ ও কাঠের তৈরি গ্যালারি হুড়মুড় করে ভেঙে পড়ে। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক বিহ´লতা কাটিয়ে মাঠে উপস্থিত আয়োজকরা অন্য দর্শক এবং পুলিশ আহতদের উদ্ধারকার্যে হাত লাগায়। ঘটনায় অন্তত ২০০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পাঁচ জনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, ম্যাচটি দেখতে দুই থেকে আড়াই হাজার মানুষ উপস্থিত ছিলেন। ফলে গ্যালারি ছিল কানায়-কানায় পূর্ণ। অস্থায়ী গ্যালারিতে এত লোক কিভাবে উঠল, সেই নিয়ে প্রশ্ন উঠছে। বোঝাই যাচ্ছে স্টেডিয়ামের ক্ষমতার বাইরে গিয়ে লোক বসানো হয়েছিল। বিপুল ভিড় হলেও আয়োজকরা কেন তা নিন্ত্রয়ণ করতে পারেনি, তার উত্তর এখনোও অজানা। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *