অনলাইন ডেস্ক, ২১ মার্চ ।।কোচ জাভির হাত ধরে বদলে যাওয়া বার্সেলোনার বিপক্ষে উড়ে গেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের শেষ ক্লাসিকো খেলতে নেমে পিয়েরে-এমেরিক অউবেমেয়াংয়ের জোড়া গোলে ৪-০ ব্যবধানে হেরেছে লস ব্লাঙ্কোসরা।
তবে হারলেও লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে রিয়াল। অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দাপুটে জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসেছে বার্সা।
যেখানে কার্লো আনচেলত্তির দলের সঙ্গে তাদের ব্যবধান ১২ পয়েন্ট।
অবশ্য রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে কাতালান জায়ান্টরা। লিগে তাদের বাকি আছে আরও ১০ ম্যাচ। সেই সঙ্গে দেরিতে হলেও জাভি স্বপ্ন দেখছেন শিরোপা জয়ের। রিয়ালের চেয়ে পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকলেও এখনই হাল ছেড়ে দিতে নারাজ ক্যাম্প ন্যুর কোচ, ‘আমি জানি না, আমরা শিরোপা জিততে পারব কিনা। তবে আমরা কিছুই ছেড়ে দিচ্ছি না। হয়তো আমাদের অল্প দেরি হয়েছে, তবে এটা আমাদের জন্য বড় জয়। ’
গত পাঁচ ক্লাসিকোতে জিতেছিল রিয়াল। লিগে তাদের আরও ৯ ম্যাচ বাকি।
যেখানে দুইয়ে থাকা সেভিয়ার সঙ্গে রিয়ালের ব্যবধান ৯ পয়েন্ট। যার জন্য বাকি ম্যাচগুলোতে সাবধানে পা ফেলতে হবে ব্লাঙ্কোসদের।
বার্সার বিপক্ষে দলের আক্রমণভাগের অন্যতম তারকা করিম বেনজেমাকে ছাড়া খেলতে নেমে ভুগতে হয়েছে রিয়ালকে। ক্লাসিকোতে অভিষেক হওয়া অউবামেয়াং ও ফেরান তোরেসকে সামলাতে হিমশিম খেতে হয়েছে তাদের রক্ষণভাগকে।
গত ১২ ম্যাচ হারেনি বার্সা। রিয়ালের বিপক্ষে শিষ্যদের চার গোলে সন্তুষ্ট হলেও জাভি আশা করেছিলেন, এই ম্যাচে আরও গোলের। এমনকি ৫ বা ৬ গোল হতে পারত বলেও মনে করেন তিনি, ‘আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো ছিলাম। এই মাঠে আমরা মোটামুটি ঘরের দলের মতো খেলেছি। আমরা সহজে আরও ৫ বা ৬ গোল দিতে পারতাম। ’