অনলাইন ডেস্ক, ২১ মার্চ।। অক্ষয় কুমারের নতুন সিনেমার জন্য দর্শকের অপেক্ষা ছিল। কিন্তু এমন এক সময়ে সেই নতুন সিনেমা এলো যখন সিনেমা হলগুলোতে দাপট দেখাচ্ছে দ্য কাশ্মীর ফাইলস। ফলে অক্ষয় কুমার, কৃতি শ্যানন এবং জ্যাকলিন ফার্নান্দেজের মতো বড় বড় তারকা থাকার পরও বচ্চন পাণ্ডে বিশেষ কিছু করতে পারছে না।
প্রথম দিনে ১৩ কোটির কিছু বেশি, এরপর দ্বিতীয় দিনে ১২ কোটি টাকা আয় করতে পারে সিনেমাটি। আর তার পরের দু’দিনে আয় হয়েছে ২৫ কোটি টাকার কিছু বেশি।
এদিকে সমালোচকেরা অক্ষয়-কৃতি শ্যাননের বচ্চন পাণ্ডে নিয়ে এখনো মিশ্র রিভিউ দিয়েছেন। কেউ কেউ ভালো লাগার কথা বললেও কেউ কেউ বলছেন মোটেও ভালো লাগেনি সিনেমাটি।
এখন প্রশ্ন উঠেছে বক্স অফিসে কেন ভালো করতে পারছে না বচ্চন পাণ্ডে? অনেকে মনে করছেন বড় কারণ দ্য কাশ্মীর ফাইলস সুনামি। এখন যদি প্রত্যেকটি জায়গায় কোনো সিনেমা নিয়ে আলোচনা হয়, তাহলে সেটা কাশ্মীর ফাইলস। ভালো বলুক বা খারাপ আলোচনা কাশ্মীর ফাইলস নিয়েই।