অনলাইন ডেস্ক, ২১ মার্চ ।।নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লিন স্লেট ফিল্মস’ থেকে সরে দাঁড়িয়েছেন আনুশকা শর্মা। তিনি এই সংস্থার কর্ণধার। এখন থেকে প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মসের দায়িত্বে পালন করবেন তার ভাই কর্নেশ শর্মা।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ১৯ মার্চ, শনিবার একটি লেখা পোস্ট করেন আনুশকা।
যেখানে তিনি লিখেছেন, ‘আমি এখন এক সন্তানের মা। যার পেশা অভিনয়। অভিনয়টা আমার প্রথম প্রেম। তাই এখন অভিনয়ের সঙ্গেই যুক্ত থাকতে চাই। সেই কারণেই আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সরে দাঁড়াচ্ছি। এখন থেকে এই দায়িত্ব সামলাবে আমার ভাই কর্নেশ। ’
সরাসরি যুক্ত না থাকলেও, ভাইয়ের পাশে থাকবেন জানিয়ে আনুশকা আরও লিখেছেন, ‘ক্লিন স্লেট ফিল্মস’-এর সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও, ভাইয়ের পাশে আছি। সব সময় সংস্থার সাফল্যের কামনা করব। আমার শুভেচ্ছা সব সময়ই থাকবে এই প্রযোজনা সংস্থার সঙ্গে।
’
২০১৩ সালে শিল্পপতি ভাই কর্নেশ শর্মার সঙ্গে যৌথ উদ্যোগে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লিন স্লেট ফিল্মস’ শুরু করেছিলেন আনুশকা শর্মা। এবার সংস্থার পুরো দায়িত্ব ভরসা করে ভাইয়ের হাতে ছাড়লেন তিনি।
এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘পরী’, নেটফ্লিক্সে ‘বুলবুল’ এবং অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ‘পাতাললোক’-এর মতো বেশ কিছু জনপ্রিয় ছবি মুক্তি পেয়েছে। আগামীতে ‘ক্লিন স্লেট ফিল্মস’ থেকে মুক্তির অপেক্ষায় আছে ‘মাই’ এবং নেটফ্লিক্স ফিল্ম ‘কোয়ালা’।