অনলাইন ডেস্ক, ২১ মার্চ।। ১৩৩ যাত্রী নিয়ে গুয়ানজি প্রদেশে যাওয়ার পথে চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের এক বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে খবরটি নিশ্চিত করেছে বিবিসি।
এই দুর্ঘটনার কারণ ও হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।
প্রতিবেদনে জানানো হয়, ৭৩৭ বোয়িং জেটটি কুনমিনং থেকে গুয়ানজি যাচ্ছিল। এক পার্বত্য অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। এতে জঙ্গলে আগুন জ্বলতে দেখা যায়।
ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো জানায়, বিমানটি এক ঘণ্টার বেশি কিছু সময় উড্ডীন অবস্থায় ছিল।
সিসিটিভি জানিয়েছে, ওই এলাকায় উদ্ধার অভিযান চলছে।