কাশ্মীর ফাইলস’ দেখে রাতে ঘুমোতে পারেননি বিজেপির বর্ষীয়ান নেতা

অনলাইন ডেস্ক, ১৯ মার্চ ।। ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) দেখে নাকি রাতে ঘুমোতে পারেননি বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। টুইট করে নিজেই সে কথা জানালেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল।

তিনি জানান, ‘গতকাল ‘কাশ্মীর ফাইলস’ দেখে এলাম। তারপর রাত্রে ভালো ঘুম হয় নি। মানুষের উপর মানুষের অত্যাচারের বহু কাহিনী পড়েছি এবং তার উপর ভিত্তি করা চলচ্চিত্রও দেখেছি। পড়ার মতো কাহিনী ‘Killing Fields’, ‘A Problem From Hell’, ‘The Blood Telegram’।

দেশে বিপ্লব আনতে চলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ বলে ধারণা বিশিষ্ট মহলের। সিনেমাকে ঘিরে রয়েছে তর্ক-বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা সিনে দুনিয়ার তারকা অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বিবেকের ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা গোটা ভারতে সাড়া ফেলে দিয়েছে। ৯০-এর দশকে কাশ্মীরি পণ্ডিতদের ওপর নির্মমভাবে গণহত্যার কাহিনী তিনি তুলে ধরেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *