অনলাইন ডেস্ক, ১৯ মার্চ।। যুক্তরাষ্ট্রের দুই সাবেক প্রেসিডেন্ট ডেমোক্র্যাট বিল ক্লিনটন ও রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় কিয়েভের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। খবর এএফপি।
শুক্রবার শিকাগোতে ইউক্রেনের একটি গির্জা সফরকালে তারা এ বিষয়ে মন্তব্য করেন।
এই দুই প্রেসিডেন্ট ইউক্রেনের পতাকার রঙের নীল ও হলুদ ফিতা পরে ক্যাথলিক চার্চ অব সেন্টস ভলোদিমির অ্যান্ড ওলহার সামনে দেশটির জাতীয় প্রতীক সূর্যমুখী ফুলের পুষ্পস্তবক অর্পণ করেন।
ক্লিনটনের টুইটার অ্যাকাউন্টে দেওয়া এ সফরের এক ভিডিও বার্তায় বলা হয়, রাশিয়া গত মাসে তাদের প্রতিবেশী দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তাদের এমন পদক্ষেপের লক্ষ্য ‘ইউক্রেনের জনগণের প্রতি সংহতি জানানো। ’
ওই টুইটার বার্তায় বলা হয়, ‘স্বাধীনতার জন্য ও নিপীড়নের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে তাদের দেশের জনগণের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। ’