অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল হামলা চালাল পুতিন সেনারা

অনলাইন ডেস্ক, ১৯ মার্চ ।। আজ ২৪ দিনে পা দিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বারবার বৈঠক করেও দেখা মিলছে না শান্তিসূত্রের। এমন আবহে হামলার ঝাঁজ আরও বাড়াচ্ছে রাশিয়া। শুক্রবার ইউক্রেনে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল হামলা চালাল পুতিন সেনারা।

যা যুদ্ধে এই প্রথমবার। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির বরাতে সংবাদ সংস্থা রয়টার্স এই হামলার খবর জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইভানো-ফ্রানকিভিস্ক এলাকায় মাটির তলায় বিপুল অস্ত্রসম্ভার ছিল ইউক্রেনের। পালটা হামলা চালাতে প্রচুর মিসাইল জড়ো করা হয়েছিল সেখানে। এবার সেই অস্ত্রসম্ভারেই সরাসরি হামলা চালাল রাশিয়া। ছোঁড়া হয়েছে হাইপারসনিক ব্যালেস্টিক মিসাইল ‘কিনঝাল’।

ইউক্রেনে এই হামলার কথা স্বীকার করে নিয়েছে রাশিয়া। ইতিপূর্বে কোনও সামরিক অভিযান বা যুদ্ধে রাশিয়ার এই অত্যাধুনিক হাইপারসোনিক ব্যালেস্টিক মিসাইল ব্যবহারের কথা শোনা যায়নি। হাইপারসোনিক মিসাইল ব্যবহারের কথা এতদিন রাশিয়া চিন্তাও করত না।

কিন্তু এবার ভলোদিমির জেলেনস্কির দেশের উপর চাপ বাড়াতে অত্যাধুনিক এই অস্ত্র ব্যবহার করলেন মরিয়া পুতিন।
কিনঝাল মিসাইল সিস্টেমকে ‘আদর্শ অস্ত্র’ বলে উল্লেখ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৮ সালে এই অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইলটি সর্বসমক্ষে এনেছিল রাশিয়া। তাদের দাবি, শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এয়ার ডিফেন্স সিস্টেমকে চোখের নিমেষে ফাঁকি দিতেও সক্ষম। এবার সেই অত্যাধুনিক মিসাইল আছড়ে পড়ল ইউক্রেনে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *