হোলি খেলায় ত্বকের যত্ন নিন এইভাবে

অনলাইন ডেস্ক, ১৯ মার্চ ।। হোলি, রঙের উত্সব হিসাবে পরিচিত, একটি ধর্মীয় অনুষ্ঠান যা অনেক আড়ম্বর সহকারে উদযাপিত হয়। বাঙালির কাছে দোল মানে রবীন্দ্রনাথ, নানা রঙের আবির, পলাশ আর বাঁধনছাড়া আবেগের উদযাপন। রঙের এই খেলা কারও কাছে হোলি তো কারও মনে ট্র্যাডিশনাল বসন্ত উৎসব । তবে যে নামেই এই খেলা পরিচিত হোক , রঙের ছটায় প্রাচীনকাল থেকেই রঙ্গোলির দিন রঙিন। বাজারে হরেক রকমের রঙের পসরা থেকে শুরু করে পিচকারি নিয়ে হাজির থাকেন বিক্রেতারা। আর তা কিনতে অধীর আগ্রহে ভিড় জমান ক্রেতারা। কেউ কেনেন, হার্বাল আবির আবার কারোর নজর থাকে বাজারের সব থেকে ভয়ানক বাদুরে রঙের দিকে। আর তাতেই ভয় আপনার ত্বক-চুলের। আপনার ত্বকের জেল্লা, চুলের চাকচিক্যে থাবা বসায় অনায়াসেই রঙের মধ্যে থাকা বিভিন্ন ক্যামিকেল। সেই থাবা থেকে রক্ষা পেতেই মেনে চলুন ঘরোয়া টিপস এই বিশেষদিনে।

 

•হোলির দিন কেমিকেল যুক্ত রঙের হাত থেকে নিজের ত্বক ও চুল রক্ষা করুন সানস্ক্রিন লোশনের সাহায্যে। মুখে-গলায়-হাতে-পায়ে পুরু করে সানস্ক্রিনের সঙ্গে ময়শ্চরাইজার মিশিয়ে মাখুন। বিশেষ করে, কানের লতি এবং পিছনের অংশে। মনে রাখবেন, ত্বক যত স্লিপারি হবে, আবির বা রং তত সহজে উঠে যাবে।

রং খেলার অন্তত তিন-চারদিন আগে থেকে ওয়াক্সিং, থ্রেডিং, ফেশিয়াল বা অন্য কোনও স্কিন ট্রিটমেন্ট করবেন না।

•এই বিশেষদিনে ত্বকে ও চুলে ব্যাবহার করুন, নারকেল তেল, ক্যাস্ট্রর অয়েল বা অলিভ অয়েল। পাশাপাশি খেয়াল রাখতে হবে চুল খুলে নয়, চুল বেঁধে খেলতে হবে দোল বা হোলি।

হোলিতে রাখুন নখের যত্ন। রঙ খেলার আগে নখে লাগান নেলপলিশের পরত। তাতে আপনার নোখ থাকবে কেমিকেল যুক্ত রঙের হাত থেকে মুক্ত।

•লেন্স বা চশমা জোড়া বাড়িতে খুলে রেখে যেতে চেষ্টা করুন। একান্তই সম্ভব না হলে চশমা পরুন। আর ঠোঁটে থাকবে লিপবামের সুরক্ষা।

সুতির ফুল স্লিভ পোশাক পরে রং খেলুন। স্কিন যত ঢাকা থাকবে, তার ক্ষতি হবে তত কম।

•মুখ থেকে রং তোলার জন্য দু’চামচ ময়দা, একচিমটে হলুদ, এক চা-চামচ মধু এবং দুধ বা দই মিশিয়ে ত্বকে ময়শ্চারাইজ় করুন।

•ক্ষার বেশি আছে এমন সাবান দিয়ে ঘষে-ঘষে মুখের রং তোলার চেষ্টা করবেন না। বরং মুলতানি মাটি ও চন্দন গুঁড়ো মিশিয়েও মুখে মাখতে পারেন। মুখ ধুয়ে মধু ও শিয়া বাটার যুক্ত ময়শ্চারাইজ়ার লাগান।

•মাথার রঙ তোলার আগে দই আর ডিম সারা চুলে মাখিয়ে রাখুন।আধঘন্টা রেখে দিয়ে তারপর শ্যাম্পু করবেন। তাহলে চুলের কোনও ক্ষতি না করে রঙ উঠে যাবে।

•দাঁতে হোলির রঙ লাগলে খাবার সোডা দিয়ে ঘষে ঘষে সেই রঙ তুলে ফেলুন।

•চোখে রঙ লাগলে জলের ঝাপটা দিন। গোলাপ জল দিয়ে চোখ ধুয়ে নিন। তবে কখনওই চোখ রগড়াবেন না।

•শরীরের কোন জায়গায় কাটাছেড়া থাকলে সেখানে ব্যন্ডএইড লাগিয়ে নিন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *