স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ১৮ মার্চ।। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ক্রীড়া ক্ষেত্রে প্রতিটি জেলায় পরিকাঠামো উন্নয়ন করতে ব্যাপক প্রয়াস জারি রেখেছে। আজ জিরানীয়াস্থিত শচীন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের ভিত্তি প্রস্তর স্থাপন করে একথা বলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরি। তিনি বলেন, এই সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরি করতে ব্যয় হবে ৫ কোটি টাকা। আগামী তিন মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে নির্মাণকারী এজেন্সী। তিনি বলেন, সারা রাজ্যে যুবকদের শারীরিক ও মানসিকভাবে সুদৃঢ় করতে এইসব উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, গত সপ্তাহে বিলোনীয়ার বি কে আই মাঠে অনুরূপ মাঠের শিলান্যাস করা হয়েছে। এ মাসে রাজধানীর উমাকান্ত মাঠে এবং মোহনপুরে এরূপ দুটি মাঠের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। প্রতিটি ক্ষেত্রে বায় হবে ৫ কোটি টাকা। আগামী তিন মাসের মধ্যে এই চারটি মাঠ একসঙ্গে রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং যুবকদের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। এই রাজ্যে আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি এবং আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ আয়োজন করার লক্ষ্যে এই বৃহৎ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শুধু তাই নয় সারা রাজ্যে ৫০টি ওপেন জিমন্যাসিয়াম নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ৫ কোটি টাকা। তিনি বলেন, ইতিমধ্যে উদয়পুরের চন্দ্রপুরে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের কাজ শেষ হয়েছে। খেলাধূলা শুরু হয়ে গেছে সেখানে। খোয়াইয়ে মাঠের ৬০-৭০% কাজ সম্পন্ন হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এর নির্মাণ কাজও সম্পন্ন হবে। দশরথ দেব স্টেডিয়ামে ৭ কোটি টাকা ব্যয়ে অ্যাথলেটিক টার্ফ তৈরি হবে। পানিসাগরে ৬ কোটি টাকার একটু অধিক ব্যয়ে নির্মাণ করা হবে সুইমিং পুল। তিনি বলেন, রাজ্য সরকার খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা নামে নতুন প্রকল্প চালু করেছে যাতে করে প্রতি পঞ্চায়েতে প্রতি ভিলেজ কমিটিতে গ্রামীণ লুপ্তপ্রায় খেলাগুলোকে পুনরুদ্ধার করা যায়। নেশার বিরুদ্ধে বলতে গিয়ে তিনি বলেন, খেলাধূলা একমাত্র হাতিয়ার যার মাধ্যমে যুব সমাজকে নেশার কবল থেকে বের করে এনে সুস্থ ও সুন্দর জীবন গঠনে সাহায্য করতে পারে। তিনি বলেন, খেলাধূলার মাধ্যমে জাতীয় সংহতি, দেশাত্মবোধ, সৌভ্রাতৃত্ব জাগ্রত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব বলেন, আমাদের সরকার সঠিক দিশাতে কাজ করছে। খেলাধূলার মাধ্যমে যুব সমাজকে মাঠমুখী করছে। এরফলে যুব সমাজ বিভিন্ন নেশার হাত থেকে রক্ষা পাবে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রী প্রসাদ দাস, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা শিমূল দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মঞ্জু দাস। এ উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।