লিভিভ শহরের বিমানবন্দরের কাছে ব্যাপক বোমাবর্ষণ করেছে রাশিয়া

অনলাইন ডেস্ক, ১৮ মার্চ।। রুশ আগ্রাসনের ২৩তম দিনে শুক্রবার ভোরে ইউক্রেনের লিভিভ শহরের বিমানবন্দরের কাছে ব্যাপক বোমাবর্ষণ করেছে রাশিয়ার বিমান বাহিনী।

পোল্যান্ড সীমান্তের কাছের এ শহরটির বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় শুক্রবার ভোর থেকে বোমা হামলা শুরু করেছে রুশ বাহিনী।

লিভিভ থেকে পোল্যান্ডের দূরত্ব মাত্র ১৭ কিলোমিটার। এত দিন এ শহরটি বিদেশিদের জন্য ইউক্রেন ছেড়ে পোল্যান্ড যাওয়ার নিরাপদ করিডোর হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

শুক্রবার সকালে প্রথমে একটি বেসরকারি ভবনে বোমাবর্ষণের শব্দ পাওয়া যায়। পরে আরও কয়েকটি স্থানে বোমাবর্ষণের শব্দ পাওয়া গেছে।

ইউক্রেন প্রশাসন অভিযোগ করে আসছে, এবার আর শুধু সেনাদে ওপর নয়, ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দেশের নাগরিকদের ওপরও হামলা করছে পুতিন-সেনারা।

বৃহস্পতিবার ইউক্রেনর রাজধানী কিয়েভের একটি নাগরিক আবাসনে রুশ রকেট হানায় নিহত হয়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস।

এর আগেও কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক শহরে দোকান-বাজার, বাড়ি, স্কুল ও হাসপাতালের উপর রুশ ক্ষেপণাস্ত্র হানার অভিযোগ উঠেছে। তাতে প্রাণ-ও হারিয়েছেন বহু সাধারণ মানুষ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৬০০ সাধারণ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *