অনলাইন ডেস্ক, ১৮ মার্চ।। হোয়াইট হাউস জানিয়েছে, আজ এক সংলাপে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার চীনা প্রতিপক্ষ শি চিনপিং। যুক্তরাষ্ট্র সময় শুক্রবার সকাল ৯টায় তাদের আলোচনা হবে।
আল জাজিরা জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এ আলোচনায় গুরুত্বের সঙ্গে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।
বিবৃতি বলা হয়, দুই দেশের মধ্যে উন্মুক্ত যোগাযোগ বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবেই দুই নেতা কথা বলবেন।
রাজনৈতিক ও বাণিজ্যিক নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চলে আসছে। বিবৃতিতে আরও বলা হয়, শি ও বাইডেন বিদ্যমান বিষয়াদির পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ও পারস্পরিক উদ্বেগের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর হুমকি ও বয়কট সত্ত্বেও গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। দেশটির গুরুত্বপূর্ণ ১০টির মতো শহর এখন রুশ বাহিনীর দখলে। এ ছাড়া রাজধানী কিয়েভ ঘিরে রেখেছে ভ্লাদিমির পুতিনের সেনারা।
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রদের অন্যতম চীন। তারা সরাসরি যুদ্ধ না জড়ালেও রাশিয়ার বিপক্ষে কোনো পদক্ষেপ নেয়নি। এর আগে পশ্চিমারা শীতকালীন বেইজিং অলিম্পিক বয়কট করলেও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।