অনলাইন ডেস্ক, ১৮ মার্চ।। ইউক্রেন যুদ্ধে অংশ না নেওয়ার জন্য রুশ সেনাদের কাছে আবেদন জানালেন হলিউড অভিনেতা তথা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড সোয়ার্জনেগার। ৯ মিনিটের বেশি সময়ের এক ভিডিও বার্তা তার টুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন ‘টারামিনেটর’ সিরিজের এই নায়ক।
সেখানে তার অভিযোগ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিথ্যা বলে যুদ্ধে নামিয়েছেন তার সেনাবাহিনীকে। আর্নল্ডের কথায়, ‘ক্রেমলিনে যিনি বসে রয়েছেন, এটা তার যুদ্ধ। এই যুদ্ধের সঙ্গে রাশিয়ার আমজনতার কোনও সম্পর্ক নেই’।
পাশাপাশি পুতিনের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনি এই যুদ্ধ শুরু করেছেন! আপনি এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। আপনিই এই যুদ্ধ বন্ধ করতে পারেন’।
মোট ৯ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিও বার্তা টুইটারে পোস্ট করে ৭৪ বছর বয়সী হলিউড নক্ষত্র তথা রাজনীতিক লিখেছেন, ‘আমি রাশিয়ার মানুষকে ভালবাসি। তাই আমি আপনাদের সামনে সত্যিটা তুলে ধরছি’। বার্তার গোড়াতেও সে প্রসঙ্গ তুলে আর্নল্ড বলেছেন, ‘আমি আজ আপনাদের সঙ্গে কথা বলছি। কারণ পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটছে, যা আপনাদের থেকে দূরে রাখা হচ্ছে। সেই ভয়াবহতা সম্পর্কে আপনাদের সচেতন হওয়া উচিত’।
সেই ‘সত্যি’র কথা বলতে গিয়ে রুশ জনতা এবং সেনার উদ্দেশে ‘বডি বিল্ডিং’-এর সাবেক বিশ্বচ্যাম্পিয়নের মন্তব্য, ‘আমি জানি, আপনাদের বলা হয়েছে ইউক্রেনকে নাৎসি-মুক্ত করার উদ্দেশ্যেই এই যুদ্ধ। কিন্তু সেই কথায় কোনও সত্যতা নেই’। রাশিয়ার মানুষের প্রতি তার ভালবাসার উদাহরণ দিতে গিয়ে আর্নল্ড জানিয়েছেন, ১৪ বছর বয়স থেকেই তার ‘বিগ্রহ’ কিংবদন্তি রুশ ভারোত্তলক ইউরি ভ্লাসভ।
আর্নল্ডের বাবা গুস্তাভ সোয়ার্জনেগার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রিয়ার মিলিটারি পুলিশের অফিসার ছিলেন। জার্মান বাহিনীর রাশিয়া দখল অভিযানে তিনি অংশ নিয়েছিলেন। বার্তায় সেই প্রসঙ্গের উল্লেখ করে আর্নল্ডের মন্তব্য, ‘ওই ঘটনার পরে তিনি (গুস্তাভ) শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বাকি জীবনটা যন্ত্রণায় কেটেছিল তার’। এর পরেই তার আবেদন, ‘রুশ সেনারা যাঁরা এই সম্প্রচার শুনছেন, আমি চাই না আপনারাও আমার বাবার মতো ভেঙে পড়ুন’।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পর্বে হিটলারের বাহিনীর বিরুদ্ধে রুশ সেনার প্রতিরোধের সঙ্গে এবারের যুদ্ধের কোনও সম্পর্ক নেই জানিয়ে ইউক্রেন হামলায় অংশ নেওয়া রুশ সেনাদের উদ্দেশে গুস্তাভের পুত্র বলেছেন, ‘আপনাদের পূর্ব পুরুষরা রাশিয়াকে রক্ষা করার যুদ্ধ লড়েছিলেন। কিন্তু এ যুদ্ধ তেমন নয়। এটা একটি বেআইনি যুদ্ধ। আপনাদের জীবন, আপনাদের অঙ্গপ্রত্যঙ্গ, আপনাদের ভবিষ্যৎ একটি অর্থহীন যুদ্ধের জন্য বলি দেওয়া হয়েছে’। রাশিয়াবাসীকে এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একত্রিত হওয়ার আহ্বানও জানিয়েছেন আর্নল্ড।