জেলেনস্কির দাবি, সিরিয়া, চেচনিয়া ও আফগানের যুদ্ধের চেয়ে ইউক্রেনে বেশি সেনা হারিয়েছে রাশিয়া

অনলাইন ডেস্ক, ১৭ মার্চ ।। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, সিরিয়া, চেচনিয়া ও আফগানিস্তানের যুদ্ধের চেয়ে ইউক্রেনে বেশি সেনা হারিয়েছে রাশিয়া।

বুধবার রাতে এক বার্তায় তিনি এ সব কথা বলেন, এমনটি জানিয়েছে বিবিসি।

রুশ ভাষায় রাশিয়ার জনগণকে সম্বোধন করে জেলেনস্কি বলেছেন, রুশ সৈন্যরা ইউক্রেনে এমন ক্ষতির সম্মুখীন হয়েছে, যা সিরিয়া বা চেচনিয়াতেও হয়নি। আফগানিস্তানেও সোভিয়েত সৈন্যদের এমন ক্ষতি হয়নি।

অবশ্য রাশিয়ার জনগণের মাঝে এই বার্তা কতটা পৌঁছাবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কেন না, দেশটির সরকার আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মের নিয়ে কঠোর সেন্সর আরোপ করেছে।

কয়েক দিন আগে আরেক বক্তৃতায় রুশ মায়েদের প্রতি জেলেনস্কির আবেদন ছিল, তারা যেন সন্তানদের যুদ্ধে না পাঠান।

এ দিকে মার্কিন গোয়েন্দাদের অনুমান, ইউক্রেনে আক্রমণ করে সাত হাজারেরও বেশি সেনা হারিয়েছে রাশিয়া।

বিভিন্ন পক্ষের পরিসংখ্যান অনুসারে, ১৯৭৯ থেকে এক দশকের যুদ্ধে আফগানিস্তানে প্রায় ১৫ হাজার সোভিয়েত সৈন্য মারা যায়। চেচেন যুদ্ধে কমপক্ষে ১৩ হাজার সৈন্য হারায় রাশিয়া। আর সিরিয়ায় কয়েকশ’ রুশ মারা যায়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন হামলা করে রাশিয়া। ইতিমধ্যে একাধিক শহর দখলসহ রাজধানী কিয়েভ ঘিরে ফেলেছে রুশ বাহিনী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *