অনলাইন ডেস্ক, ১৭ মার্চ ।। পঞ্জাব বাদ দিয়ে বাকি চার রাজ্যের বিধানসভার ফলে গেরুয়া ঝড় দেখা গিয়েছে। স্বভাবতই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ার বিধান সভা নির্বাচনের ফলাফলে উচ্ছ্বসিত পদ্ম শিবির। তবে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন এত উচ্ছ্বাসের কিছু নেই। রাষ্ট্রপতি নির্বাচনেই বিজেপি টের পাবে বিরোধী জোটের শক্তি।
গোটা দেশে বিভিন্ন অঙ্গরাজ্য মিলিয়ে বিধায়ক সংখ্যা ৪,১২৮। বিজেপির বিধায়ক ১,৩০৬। তার মধ্যে ৮২৬টি গোবলয়ে। অর্থাৎ, বিরোধী শিবির একজোট হলে রাষ্ট্রপতি ভোটে বিজেপির প্রার্থী বিপদের মুখে পড়তে পারেন। এই তথ্য সামনে এনে বিকল্প জোটের ইঙ্গিত দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উল্লেখ্য রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদদের পাশাপাশি ভোটাধিকার রয়েছে বিধায়কদেরও।
চলতি বছরের ২৪ জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে। তিনি থাকবেন, না কি অন্য কাউকে বিজেপি প্রার্থী করবে তা স্পষ্ট না হলেও মমতার বক্তব্য এদিন ইঙ্গিতবাহী। মনে করা হচ্ছে, এই ভোটকে সামনে রেখেই ২০২৪-এর নাড়াবাঁধা শুরু করতে পারে বিরোধী শিবির।