অনলাইন ডেস্ক, ১৭ মার্চ ।। যেকোনো মুহূর্তে রাশিয়া ইউক্রেনে বিমান হামলা চালাতে পারে বলে সতর্ক করছে সার্চ জায়ান্ট গুগল। হামলার বিষয়ে সতর্ক থাকতে ইউক্রেনের বাসিন্দাদের (যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে) এ সতর্কবার্তা পাঠানো হচ্ছে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইউক্রেনজুড়ে এয়ার রেড অ্যালার্ট সিস্টেম চালু করেছে গুগল। ইউক্রেনের সব অ্যান্ড্রয়েড ফোনে পাঠানো হবে এ বিশেষ সতর্কবার্তা। ইউক্রেনের বাসিন্দাদের সুরক্ষার জন্য চালু করা হয়েছে এ এয়ার রেড অ্যালার্ট সিস্টেম। ইউক্রেনের সরকারকে সাহায্য করার জন্য গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে ইউক্রেনিয়ান অ্যালার্ম অ্যাপও।
গুগলের ভাইস প্রেসিডেন্ট ডেভ ব্রুক টুইটারে জানান, ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের ফলে গুগলের পক্ষ থেকে তাদের (রাশিয়া) উপর চাপানো হয়েছে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা। গুগলের প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাশিয়ার বিভিন্ন ধরনের অ্যাপ। রাশিয়ার টাকায় যেসব অ্যাপ চলে সেগুলোর সবকটি সরিয়ে দেওয়া হয়েছে গুগলের প্লে স্টোর থেকে। একইসঙ্গে গুগলের ইউটিউব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে রাশিয়ার বিভিন্ন ধরনের চ্যানেল। রাশিয়ার স্টেট মিডিয়া চ্যানেলকেও সরিয়ে দেওয়া হয়েছে গুগল প্লে স্টোর থেকে। গত সপ্তাহেই গুগলের পক্ষ থেকে তাদের বিভিন্ন ধরনের পেমেন্ট সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে।
ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের জন্য কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে গুগল। এ জন্য গুগলের পক্ষ নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের পদক্ষেপও। এবার ইউক্রেনের বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার জন্য তারা ইউক্রেনে চালু করল এয়ার রেড অ্যালার্ট সিস্টেম।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে, স্থল অভিযান ব্যর্থ হওয়ায় রাশিয়ার সামরিক বাহিনী এখন বিমান থেকে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনী এই দাবি করেছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, রাশিয়ার ব্যর্থ স্থল অভিযানের মানে হল, তারা এখন আকাশ যুদ্ধের দিকে মনোনিবেশ করছে। ইউক্রেনীয় বিভিন্ন শহরের অবকাঠামো এবং ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করছে।