‘আমাদের জন্য রাতটি ছিল ভয়ংকরতম।’- পগবা

অনলাইন ডেস্ক, ১৭ মার্চ ।। ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবা জানিয়েছেন, গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের সময় চুরি হয়েছে তার বাড়িতে।

চুরির সময় বাড়িতে ছিলেন না ফরাসি তারকা। অ্যাতলেতিকোর বিপক্ষে ৬৭তম মিনিটে মাঠে নামেন তিনি। তবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলে হেরে আসর থেকে ছিটকে যায় রেড ডেভিলরা।

একদিকে দলের পরাজয়, অন্যদিকে বাড়িতে চুরি, পগবার জন্য রাতটি বিভীষিকাময়। তিনি জানিয়েছেন, ‘আমাদের জন্য রাতটি ছিল ভয়ংকরতম। আমাদের সন্তানেরা বেডরুমে ঘুমাচ্ছিল।’

ইউনাইটেড তারকার দুই সন্তানের একজনের বয়স দুই, আরেকজনের এক। চুরির ঘটনার সময় তাদের সঙ্গে ছিলেন পরিবারের আয়া। পগবা ছিলেন মাঠে। তার স্ত্রীও ছিল ঘরের বাইরে।

চুরি হয়েছে, এই ঘটনা জানার পর ম্যাচ শেষে বাড়িতে ছুটে যান ২৯ বছর বয়সী তারকা। পগবা বলেন, ‘আমাদের সন্তানেরা নিরাপদ ও অক্ষত আছে জেনে বাড়িতে ছুটে যাই।’

ইনস্টাগ্রাম পোস্টে পগবা বলেন, ‘একজন বাবা হিসেবে এই পৃথিবীতে আপনার সন্তানদের রক্ষা করতে না পারার চেয়ে খারাপ আর কোনো অনুভূতি নেই। আমি আন্তরিকভাবে আশা করি যে, গতকাল রাতে আমি যা অনুভব করেছি তা কেউ কখনো অনুভব করতে পারবে না।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *