অনলাইন ডেস্ক, ১৭ মার্চ ।। হিজাব ইস্যুতে এবার রাজ্য বনধের ডাক দিলেন ক্ষুব্ধ পড়ুয়ারা। পড়ুয়ারা জানিয়েছেন, হিজাব নিয়ে কর্ণাটক হাইকোর্টের রায় ‘হতাশাজনক’ এবং জোর দিয়ে বলেছেন যে ইউনিফর্মগুলি সামাজিক ও ধর্মীয় অনুশীলনের অন্তর্ভুক্ত হওয়া উচিত।
হিজাব বিতর্কে কর্নাটক হাইকোর্টের সাম্প্রতিক রায়ের বিরোধিতা করে বৃহস্পতিবার রাজ্যে ‘বনধ’-এর ডাক দিয়েছে কর্ণাটকের মুসলিম সংগঠনগুলি। উল্লেখ্য, মঙ্গলবার কর্ণাটক আদালত জানিয়েছে, ‘হিজাব পরা ইসলামের অপরিহার্য অংশ নয়।’
এদিকে কর্ণাটকের আমির-ই-শরিয়ত মাওলানা সাগির আহমেদ খান রাশাদি বৃহস্পতিবার রাজ্যব্যাপী বনধের ডাক দিয়েছেন, যা দক্ষিণের রাজ্য জুড়ে শত শত সংগঠন সমর্থন করেছে। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, “হিজাব নিয়ে কর্ণাটক হাইকোর্টের দুঃখজনক আদেশের বিরুদ্ধে আমাদের ক্ষোভ প্রকাশ করে, বৃহস্পতিবার রাজ্যব্যাপী বনধ পালন করা হবে।”